কলকাতা: রাতের সল্টলেকে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এবার সেক্টর ফাইভে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। বাড়ি ফেরার পথে লাঞ্ছনার শিকার তথ্যপ্রযুক্তি কর্মী। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত ৮টা নাগাদ, এক বান্ধবীকে নিয়ে ওই তরুণী সেক্টর ফাইভ বাসস্ট্যান্ডে আসেন। অভিযোগ, সে সময় মত্ত অবস্থায় তাঁর শ্লীলতাহানি করে এক যুবক। প্রতিবাদ করলে তরুণীকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত উধাও হয়ে যায়।
তরুণীর দাবি, প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। শেষপর্যন্ত তাঁর অভিযোগ নেওয়া হয়।
রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশ সূত্রে দাবি, তরুণীর অভিযোগপত্রে কিছু ত্রুটি ছিল। তিনবার লেখার জন্য দেরি হয় তাঁর।
সেক্টর ফাইভে মত্ত অবস্থায় তথ্যপ্রযুক্তি কর্মীর ‘শ্লীলতাহানি’, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2020 10:13 PM (IST)
রাতের সল্টলেকে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এবার সেক্টর ফাইভে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। বাড়ি ফেরার পথে লাঞ্ছনার শিকার তথ্যপ্রযুক্তি কর্মী।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -