নয়াদিল্লি: সংসদে বাজেট বিতর্কের উত্তর দিতে গিয়ে, বাজেটকে 'বাংলা বিরোধী' বলার জন্য তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) । রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, চাকরি নেই, কারখানা নেই, কোনও লক্ষ্য নেই- এটাই এখন বাংলা। তৃণমূল কংগ্রেস আজকের দিনে তৃণমূল স্তরের মানুষের দুর্ভোগ আর বঞ্চনার প্রতীক হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 


মোদি সরকারের বাজেট পেশের পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। তবে তা নিয়ে সংসদে চাপানউতোর এখনও চলছে। শুক্রবার লোকসভায় বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার তার জবাবে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, "তৃণমূল মানে 'গ্রাস রুট', কংগ্রেস যা তৃণমূল স্তরে থাকায় নিজেকে গর্বিত মনে করে। যা (তৃণমূল কংগ্রেস) আজকের দিনে তৃণমূল স্তরে সাধারণ মানুষের দুর্ভোগ আর বঞ্চনার প্রতীক হয়ে গেছে। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। ১০০ দিনের কাজ প্রকল্পে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড, তৃণমূল স্তরের মানুষের জন্য বরাদ্দ টাকা লুঠ করা করেছে দলের ক্যাডাররা। ১০০ কোটি মিড ডে মিল দুর্নীতি, রেশন মাফিয়া- রাজ্যে তৃণমূল স্তরে বৃদ্ধি পাচ্ছে। চাকরি নেই, কারখানা নেই, কোনও লক্ষ্য নেই- এটাই এখন আপনার বাংলা।''

সংসদে যখন নির্মলা সীতারমণ জবাব দিচ্ছিলেন, তখনই প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, " কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে প্রতিশোধপরায়ণ। বাংলাকে নিয়ে তিন বছর ধরে একই কথা বলছেন। বাংলায় যারা যারা অন্যায় করেছে তাদের, আমরা তো বলেছি ধরে ধরে ঢুকিয়ে দাও। কিছু না, এটা রাজনৈতিক। বাংলাকে যাতে বঞ্চিত করা যায় তার জন্য কথা। আপনি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে প্রতিশোধপরায়ণ।'' মহুয়া মৈত্র উল্লেখ করেন, "তিনি বার বার ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন, আমরা টাকা দিয়েছি, আপনাদের অভিযোগ আছে। আমাদের দেড়শোর বেশি অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয়েছে, দেড়শোর বেশি ইন্সপেকশন হয়েছে। তারপরেও বাংলা বিরোধী বাজেট। এরা টাকা দিচ্ছে না। একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়ে বলছেন, তৃণমূলের দ্বারা তৃণমূল স্তরের মানুষ অত্যাচারিত হচ্ছে। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনি সংসদে দাঁড়িয়ে এরকম রাজনৈতিক মন্তব্য করতে পারেন না।''

আরও পড়ুন: Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক, তৃণমূলের রক্তদান শিবির ঘিরে বিতর্ক