নয়াদিল্লি: স্ত্রী মেলানিয়া ট্রাম্প তো বটেই, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কাও বাবার ভারত সফরে তাঁর সঙ্গী হচ্ছেন বলে সরকারি সূত্রে জানা গেল।
এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে আসছেন ইভাঙ্কা। ২০১৭য় হায়দারাবাদে হয়ে যাওয়া গ্লোবাল বিজনেস সামিটে অংশ গ্রহণ করেছিলেন তিনি।
অতীতে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে ইভাঙ্কার মুখে। যদিও তাঁর এবারের সফরের অ্যাজেন্ডা কী, সে ব্যাপারে কিছু জানা যায়নি এখনও।
মার্কিন প্রেসিডেন্টের ৫ ছেলেমেয়ের মধ্যে ইভাঙ্কা ব্যবসা-বাণিজ্যের দুনিয়ায় নাম করেছেন। তিনি ফ্যাশন মডেলও। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তান। অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী ইভাঙ্কা তিন বাচ্চার মা।
মার্কিন প্রেসিডেন্ট ২৪-২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন। ২৪শে আমদাবাদের মোটেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আমেরিকার হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানের ধাঁচে হবে নমস্তে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মোদি তাঁকে ওই অনুষ্ঠানে ৫০ থেকে ৭০ লক্ষ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন।