নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই আহত বাবাকে ডাবল ক্যারি করে গুরুগ্রাম থেকে সাইকেলে দ্বারভাঙা পৌঁছে গেল বিহারের ১৫ বছরের কিশোরী জ্যোতি কুমারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা তার কথা টুইট করেছেন।
জ্যোতির বাবার নাম মোহন পাসওয়ান। গুরুগ্রামে রিকশা চালান তিনি। সেখানে তাঁর দুর্ঘটনা হওয়ায় বিহার থেকে জ্যোতি গুরুগ্রাম এসে পৌঁছয়। বাবার দেখাশোনার জন্য সেখানেই থেকে যায় সে। এর মধ্যে লকডাউনের জেরে মোহনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। জ্যোতি ঠিক করে, বাবাকে নিয়ে সাইকেলে করে দ্বারভাঙার গ্রামে ফিরে আসবে। টাকা ধার করে একটা সাইকেল কিনে ফেলে সে। বাবাকে সাইকেলে বসিয়ে ৭ দিনে ১,২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে গুরুগ্রাম থেকে দ্বারভাঙা ফিরে আসে সে। প্রতিদিন ১০০-১৫০ কিলোমিটার সে সাইকেল চালাত।
দেখুন ইভাঙ্কার টুইট
ভারতীয় সাইক্লিং ফেডারেশন জানিয়েছে, তারা জ্যোতিকে ট্রায়ালে যোগ দেওয়ার সুযোগ দেবে। যদি সে পাশ করে যায়, তবে বিশেষ প্রশিক্ষণ ও কোচিং দেওয়া হবে তাকে।
আহত বাবাকে সাইকেলে বসিয়ে ১২০০ কিলোমিটার পাড়ি দিয়েছে ১৫ বছরের জ্যোতি কুমারী, টুইট করলেন ইভাঙ্কা ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2020 09:39 AM (IST)
ভারতীয় সাইক্লিং ফেডারেশন জানিয়েছে, তারা জ্যোতিকে ট্রায়ালে যোগ দেওয়ার সুযোগ দেবে। যদি সে পাশ করে যায়, তবে বিশেষ প্রশিক্ষণ ও কোচিং দেওয়া হবে তাকে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -