প্রয়াগরাজের নবাবগঞ্জ এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। রাজস্থানের জয়পুর থেকে পশ্চিমবঙ্গে আসছিলেন ওই শ্রমিকরা। টায়ার ফাটার ফলে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, গুরুতর জখমদের পাঠানো হয়েছে হাসপাতালে।
উত্তর প্রদেশের প্রয়াগরাজে উল্টে গেল পশ্চিমবঙ্গমুখী বাস, আহত ৪৫ শ্রমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2020 07:14 AM (IST)
রাজস্থানের জয়পুর থেকে পশ্চিমবঙ্গে আসছিলেন ওই শ্রমিকরা।
NEXT
PREV
প্রয়াগরাজ: ফের দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের বাস। উত্তর প্রদেশের প্রয়াগরাজে বাস উল্টে ৪৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, বাসটি এ রাজ্যে আসছিল।
প্রয়াগরাজের নবাবগঞ্জ এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। রাজস্থানের জয়পুর থেকে পশ্চিমবঙ্গে আসছিলেন ওই শ্রমিকরা। টায়ার ফাটার ফলে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, গুরুতর জখমদের পাঠানো হয়েছে হাসপাতালে।
প্রয়াগরাজের নবাবগঞ্জ এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। রাজস্থানের জয়পুর থেকে পশ্চিমবঙ্গে আসছিলেন ওই শ্রমিকরা। টায়ার ফাটার ফলে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, গুরুতর জখমদের পাঠানো হয়েছে হাসপাতালে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -