দেখাশোনা করবেন দেড়হাজারের বেশি মানুষকে, মহারাষ্ট্রের ২টি গ্রাম দত্তক নিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2020 07:52 AM (IST)
২০টি শিশুর অপুষ্টির চিকিৎসা চলবে, গ্রামগুলিতে তৈরি হবে ২০টি কিচেন গার্ডেন।
NEXT
PREV
পুনে: লকডাউন শিথিল হলেও মানুষের যন্ত্রণা কমেনি এতটুকু। অসংখ্য লোক চাকরি খুইয়েছেন, দুবেলার খাবার জোগাড় করতেও হিমসিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে ৩ বছরের জন্য মহারাষ্ট্রের দুটি গ্রাম দত্তক নিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এই দুই গ্রামের অপুষ্টিতে ভোগা ১৫৫০ বাসিন্দার দেখভাল করবেন তিনি।
নিজের জন্মদিনে এই ঘোষণা করেছেন জ্যাকলিন। তিনি জানিয়েছেন, গ্রামদুটির নাম পাথার্দি ও সাকুর। কিছুদিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছিলেন, বলেছেন জ্যাকলিন। অতিমারীর জন্য এ বছরটা এমনিতেই মানুষের সঙ্কটে কাটছে। কিছু মানুষ ভাগ্যবান হলেও সমাজের একটা বড় অংশ জীবন ধারণের ন্যূনতম উপকরণটুকুও জোগাড় করতে পারছে না। তাই তিনি ২০টি পরিবারের স্বাস্থ্যের খোঁজখবর রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিবারগুলিকে অপুষ্টি দূর করার জন্য প্রয়োজনীয় খাবারদাবার সরবরাহ করা হবে, ২০ জন সন্তানসম্ভবাকে সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত সব ধরনের সাহায্য করা হবে, যাতে তাঁদের আচমরকা অসুস্থতার শিকার হতে না হয়। ২০টি শিশুর অপুষ্টির চিকিৎসা চলবে, গ্রামগুলিতে তৈরি হবে ২০টি কিচেন গার্ডেন।
জ্যাকলিন বলেছেন, তাঁর বাবা মা তাঁকে শিখিয়েছেন সমাজের পাশে দাঁড়াতে, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ সমর্থন করেছেন তাঁরা।
শ্রীলঙ্কার এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে মিসেস সিরিয়াল কিলার-এ। তাঁর আগামী ছবি অ্যাটাক, তিনি রয়েছেন জন আব্রাহামের বিপরীতে। কিক ২-তেও তাঁকে দেখা যাবে বলে খবর।
পুনে: লকডাউন শিথিল হলেও মানুষের যন্ত্রণা কমেনি এতটুকু। অসংখ্য লোক চাকরি খুইয়েছেন, দুবেলার খাবার জোগাড় করতেও হিমসিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে ৩ বছরের জন্য মহারাষ্ট্রের দুটি গ্রাম দত্তক নিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এই দুই গ্রামের অপুষ্টিতে ভোগা ১৫৫০ বাসিন্দার দেখভাল করবেন তিনি।
নিজের জন্মদিনে এই ঘোষণা করেছেন জ্যাকলিন। তিনি জানিয়েছেন, গ্রামদুটির নাম পাথার্দি ও সাকুর। কিছুদিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছিলেন, বলেছেন জ্যাকলিন। অতিমারীর জন্য এ বছরটা এমনিতেই মানুষের সঙ্কটে কাটছে। কিছু মানুষ ভাগ্যবান হলেও সমাজের একটা বড় অংশ জীবন ধারণের ন্যূনতম উপকরণটুকুও জোগাড় করতে পারছে না। তাই তিনি ২০টি পরিবারের স্বাস্থ্যের খোঁজখবর রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিবারগুলিকে অপুষ্টি দূর করার জন্য প্রয়োজনীয় খাবারদাবার সরবরাহ করা হবে, ২০ জন সন্তানসম্ভবাকে সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত সব ধরনের সাহায্য করা হবে, যাতে তাঁদের আচমরকা অসুস্থতার শিকার হতে না হয়। ২০টি শিশুর অপুষ্টির চিকিৎসা চলবে, গ্রামগুলিতে তৈরি হবে ২০টি কিচেন গার্ডেন।
জ্যাকলিন বলেছেন, তাঁর বাবা মা তাঁকে শিখিয়েছেন সমাজের পাশে দাঁড়াতে, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ সমর্থন করেছেন তাঁরা।
শ্রীলঙ্কার এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে মিসেস সিরিয়াল কিলার-এ। তাঁর আগামী ছবি অ্যাটাক, তিনি রয়েছেন জন আব্রাহামের বিপরীতে। কিক ২-তেও তাঁকে দেখা যাবে বলে খবর।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -