ভারত পাকিস্তানের ট্রেন অপহরণের অভিযোগের উপর: মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে রেললাইন উড়িয়ে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি । অপারেশন শেষ, উদ্ধার করা গিয়েছে পণবন্দি সকলকেই, দাবি করেছে  পাকিস্তান সেনা। তবে এরই মধ্যে পাক সরকার এক ভয়ঙ্কর দাবি করে বসে। পাকিস্তানের বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতের হাত থাকার অভিযোগ করেছিল পাক সরকার। এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের (MEA)  শুক্রবার  একটি বিবৃতি জারি করে পাকিস্তানের অভিযোগকে  'ভিত্তিহীন' বলে দাবি করেছে। উল্টে ভারতের কটাক্ষ, 'পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা'র দিকে নজর দিক ! 


পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকাত আলি খান বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে আফগানিস্তান থেকে আসা কলের 'প্রমাণ' সামনে রেখে দাবি করেন,  ট্রেন অপহরণে ভারত জড়িয়ে।  পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের ব্যাপারে ভারতের দিকে আঙুল তোলেন। দাবি করেন, বালোচ লিবারেশন আর্মির কাছে আফগানিস্তান থেকে আসা ফোন কলগুলি এই তথ্য নিশ্চিত করেছে।  






ভারতের জবাব
এরপর  শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের
মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগগুলিকে নস্যাৎ করে দিয়েছেন।  বলেছেন, "আমরা পাকিস্তানের পক্ষ থেকে আনা ভিত্তিহীন অভিযোগগুলিকে দৃঢ়ভাবে নস্যাৎ করছি। পুরো বিশ্ব জানে যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্র কোথায়।  নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যদের উপর দোষ না চাপিয়ে পাকিস্তানের উচিত নিজের দেশের ভিতরের সমস্যাগুলিতে নজর দেওয়া ।"


আফগানিস্তানের জবাব
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রকও পাকিস্তানের দাবিগুলিকে নাকচ করে দিয়েছে। তারা পাকিস্তানকে বলেছে,  ভিত্তিহীন অভিযোগ আনার পরিবর্তে পাকিস্তান অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলিতে নজর দিক। আফগানিস্তান স্পষ্ট করে দিয়েছে, এই অভিযোগগুলির কোনও ভিত্তি নেই এবং পাকিস্তানের উচিত তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেওয়া । 


জাফর এক্সপ্রেসের ঘটনার সূত্রপাত 

১১ মার্চ বলুচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনার পর পণবন্দিদের উদ্ধার করা গিয়েছে বলে  পাক সেনার দাবি। বালোচ লিবারেশন আর্মি, BLA-র ৩৩ জন নিহত হয়েছে। পণবন্দি সমস্ত যাত্রীদেরই উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পাক সেনা। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে রেললাইন উড়িয়ে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি। ট্রেনে ৪৪০ জন যাত্রী ছিলেন। আত্মঘাতী বোমারুরা তাঁদের সঙ্গে মিশে যায়। যাত্রীদের পণবন্দি করা হয়। পাক সেনার তরফে জানানো হয়েছে, দীর্ঘ লড়াইয়ের পর সমস্ত যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। 


পাকিস্তান ভারতের বিরুদ্ধে BLA-র মতো সংগঠনগুলিকে সমর্থন করার অভিযোগ এনেছে । কিন্তু ভারত এই অভিযোগগুলিকে দৃঢ়ভাবে নস্যাৎ করে দিয়েছে।