Jammu And Kashmir News: ফের অশান্ত উপত্যকা। নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রেবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে তাদের যাবতীয় পরিকল্পনা বানচাল করেছে নিরাপত্তা বাহিনী। নিকেষ হয়েছে ২ জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোলের কাছে গুরেজ সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে শেষ পর্যন্ত তা রুখতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। এখনও অভিযান চলছে বলে জানানো হয়েছে সেনার তরফে। 

এক্স মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরের চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের মাধ্যমে খবর পাওয়া গিয়েছিল যে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। এরপর শুরু হয় যৌথ অভিযান। গুরেজ সেক্টরে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক কার্যকলাপ দেখেই তাঁরা সতর্ক হয়ে যান এবং অনুপ্রবেশকারীদের বাধা দিতে শুরু করেন। এরপরেই নির্বিচারে গুলি চালাতে থাকে ওই জঙ্গিরা। সেনা-জঙ্গি গুলির সংঘর্ষে খতম হয়েছে ২ জঙ্গি। 

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকায় তৎপর রয়েছে সেনাবাহিনী। লুকানো জঙ্গি ঘাঁটিগুলি খুঁজে জঙ্গি নিকেষ প্রক্রিয়া জারি রয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে। এর মাঝে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ করার চেষ্টাও চালিয়েছে জঙ্গিরা। তার মধ্যে পাকিস্তান থেকে পাক সেনার মদতেও এসেছে বেশ কিছু জঙ্গি। তবে অনুপ্রবেশ রুখতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। নিকেষ করা হয়েছে বেশ কয়েকজন জঙ্গিকেও। দু'পক্ষের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন সেনা জওয়ানরাও। পহেলগাঁও হামলার পর থেকে জঙ্গি নিকেষ এবং নাশকতামূলক ষড়যন্ত্রের ব্যাপারে আরও কড়া অবস্থান নিয়েছে ভারত। কোনও ভাবেই যে জঙ্গি কার্যকলাপ মেনে নেওয়া হবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে দেশের তরফে। 

অন্যদিকে খবর পাওয়া গিয়েছে, নেপালের দিকে থেকে সড়কপথে বিহারে ঢুকেছে ৩ জঙ্গি। বিহারে ৩ জঙ্গি ঢোকার খবরে চূড়ান্ত সতর্কতা। বিহার পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে। ৩ জনেই পাক জঙ্গি বলে খবর বিহার পুলিশ সূত্রে। ৩ জঙ্গির নাম হাসনেন আলি, আদিল হুসেন , মহম্মদ উসমান।