Jammu And Kashmir : ফের অশান্ত উপত্যকা। আবার সেনা, জঙ্গি সংঘর্ষ জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায়। রবিবার রাতের দিকে এই গুলির লড়াই শুরু হয়েছে বলে খবর। কয়েকদিন আগে এই কিশতোয়ারে হয়েছে সেনা, জঙ্গির গুলির লড়াই। শহিদ হয়েছেন এক জওয়ান। ফের সেই কিশতোয়ারেই শুরু হয়েছে গুলির লড়াই। রবিবার রাতে ১০টা ২০ মিনিট নাগাদ শুরু হয় অভিযান। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ওকাশ্মীর পুলিশ যৌথভাবে শুরু করেছিলেন তল্লাশি অভিযান। জানসীর-কান্দিওয়ার জঙ্গল এলাকায় চলছে এই অভিযান। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি চালানো হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই গুলি বিনিময়ের আওয়াজ পাওয়া গিয়েছে বলে খবর। গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ।  

Continues below advertisement

এর আগে কিশতোয়ারের ছতরু এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। খবর ছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিরা লুকিয়ে রয়েছে এই অঞ্চলে। ছতরু এলাকা পাহাড়ি অঞ্চল। প্রবল তুষারপাতও চলছিল ওই এলাকায়। এই কঠিন পরিস্থিতিতেও লড়াই থামায়নি সেনাবাহিনী। ৭ জন সেনা জওয়ান আহত হয়েছিলেন ২ পক্ষের গুলির লড়াইয়ে। কিশতোয়ারের ছতরু এলাকায় ভারতীয় সেনাবাহিনীর জম্মু ভিত্তিক White Knight Corps যে অভিযান চালাচ্ছিল তার নাম দেওয়া হয়েছিল Operation Trashi-I . এই অভিযানে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং। স্পেশ্যাল ফোর্সের হাবিলদার ছিলেন তিনি। নতুন করে যে জায়গায় অভিযান চলছে সেখানে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগের বার কোনওমতে পালানো জঙ্গিরা এই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। 

গত ১৮ জানুয়ারি কিশতোয়ারের ছতরু এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছিল। সোনার গ্রামের কাছে মান্দ্রাল-সিংপোরা এলাকায় এই গুলির লড়াই চলেছিল। নাগাড়ে তুষারপাত, ঘন জঙ্গল, রুক্ষ ভূখণ্ড - এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও জঙ্গিদের পাকড়াও করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। তবে প্রাকৃতিক প্রতিকূলতার সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয় জঙ্গিরা। তবে হার মানেনি নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে ওই এলাকায়। নতুন করে শুরু হয়েছে অভিযান। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে জিঙ্গি দমনে জিরো টলারেন্স নীতিতে আরও কঠোর হয়েছে ভারত। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে। কোনওভাবেই পাকিস্তান থেকে ভারতের ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশ করতে দিতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী। 

Continues below advertisement