নয়া দিল্লি: পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা বিশ্ব। গোয়েন্দা সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরেই তৈরি হয়েছিল কাশ্মীরে হামলার ব্লু প্রিন্ট। লস্কর-ই-তৈবার ডেপুটি কমান্ডার সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরির নির্দেশেই ২২ এপ্রিল পহেলগাঁও-এ হয় হিন্দুনিধন যজ্ঞ। 

এবার পাল্টা প্রত্যাঘাত ভারতের। উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি। কুপওয়ারায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি। এ নিয়ে লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। 

সূত্রের খবর,সইফুল্লা কসুরি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হিজবুল মুজাহিদ্দিন ও লস্কর-ই-তৈবার পাঁচ কমান্ডারের সঙ্গে পাঞ্জাব সীমান্তের কসুর জেলায় বৈঠক করেন। ১১ মার্চের পর ঠিক হয় কাশ্মীরে হামলা হবে ভিন রাজ্যের লোকের উপর। মার্চের শেষ সপ্তাহে এই পাঁচ হিজবুল ও লস্কর কমান্ডাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। যেখানে নির্দিষ্ট করা হয় হামলার স্থান ও তারিখ। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা কাশ্মীরজুড়েই চলছে তল্লাশি অভিযান। নিরাপত্তার স্বার্থে চন্দনওয়াড়ি, আরু, বেতাব ভ্যালি, বৈসারন ভ্যালিতে পর্যটকদের যাওয়া নিষেধ। ট্রেকিংও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তান আকাশসীমা বন্ধ করায়, অ্যাডভাইসরি জারি করেছে DGCA.  পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরই শুরু হয়েছে অ্যাকশন। বিস্ফোরণে ধূলিসাৎ হচ্ছে একের পর এক জইশ জঙ্গির বাড়ি। মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে নিরীহ-নিরস্ত্র পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। হামলাকারীরা কেউ ধরা না পড়লেও,  কুলগামে লস্কর জঙ্গি জাকির আহমেদ গনাইয়ের বাড়ি বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।                                 

কোন কোন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে? 

পুলওয়ামা: মুরানে বিস্ফোরণে লস্কর জঙ্গি এহসান-উল-হকের বাড়ি ধ্বংস পুলওয়ামা: মাতালহামায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর জঙ্গি জাকিরে বাড়ি সোপিয়ান: চটিপাড়ায় বিস্ফোরণে আহমেদ কুতেইয়ের বাড়ি ধ্বংস পুলওয়ামা: ত্রালে বিস্ফোরণে উঠল লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়িঅনন্তনাগ: বিস্ফোরণে গুঁড়িয়ে গেল লস্কর জঙ্গি আদিল গুরির বাড়ি

এবার জলে জব্দ পাকিস্তান। পহেলগাঁওয়ে রক্ত বন্যা বইয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফফরাবাদ। ভারতের ছাড়া জলে ফুঁসছে ঝিলম, প্রমাদ গুনছে পাকিস্তানের মুজফফরাবাদ। পাকিস্তানের মুজফফরাবাদে ওয়াটার এমার্জেন্সি।