Jammu Kashmir Cloudburst: জম্মু ওকাশ্মীরের রামবান জেলায় মেঘ ভাঙা বৃষ্টি। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৫ জন। শ্রীনগর থেকে ১৩৬ কিলোমিটার দূরে রয়েছে এই রামবান জেলা। বিগত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি। একাধিক নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপত্যকার বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়কপথের উপর। তার ফলে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ ৪৪) ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়নকর ভাবে। ফলে সেখানে বন্ধ রয়েছে যান চলাচল। জম্মু ও কাশ্মীরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে গত কয়েকদিনের তুমুল বৃষ্টি। ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চ-ও। 

শুক্রবার আবহাওয়া দফতর ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কতা জারি করেছিল পুঞ্চ, রেয়াসি, রাজৌরি, কিশতোয়ার এবং উধমপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শনিবার এবং রবিবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি রয়েছে পুঞ্চ, কিশতোয়ার, জম্মু, রামবান এবং উধমপুর জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই ইঙ্গিত রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জম্মুর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৩০ অগস্ট পর্যন্ত। যেহেতু জম্মুর একাধিক জেলায় ইতিমধ্যেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ধস নেমেছে, মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান সবই দেখা গিয়েছে, তাই স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনওরকমের বিপদ এড়ানোর জন্য। 

শুধু জম্মু নয়, ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশেও। কোথাও মেঘ ভাঙা বৃষ্টি, কোথাও ধস, কোথাও হড়পা বান - প্রবল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভেঙেচুরে গিয়েছে রাস্তাঘাট। ভেঙেছে বাড়িঘর। মৃত্যু হয়েছে অনেক মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় এখন চলছে উদ্ধারকাজ। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।