নয়াদিল্লি: ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি। দু'পক্ষে তরজা, উত্তপ্ত বিধানসভার অভ্যন্তর। 


৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হল জম্মু-কাশ্মীর বিধানসভা


৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হল জম্মু-কাশ্মীর বিধানসভা। এদিন শাসক ও বিরোধী বিধায়করা রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এদিন বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময়, বিধায়ক শেখ খুরশিদরা ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার ১৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। যদিও এরপরেই বিক্ষোভ, হাঙ্গামায় পরিণত হয়। 


প্রস্তাবকে 'বেআইনি' বলে আখ্যা


এদিকে বুধবার বিরোধী দল নেতা সুনীল কুমার শর্মা  ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাবকে 'বেআইনি' বলে আখ্যা দেন। আজ অধিবেশন শুরু হওয়ার পরেই পাল্টা শেখ খুরশিদ একটি ব্যানার নিয়ে হাউজের ওয়েলে এসে তুলে ধরেন। যেখানে লেখা , আমরা ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবি জানাই।' যদিও  ছেড়ে কথা বলেননি বিজেপি বিধায়করা। খুরশিদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া চেষ্টা করলে, শুরু হয়ে যায় হাতাহাতি।  


প্রস্তাব পেশ করতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা


প্রসঙ্গত, বুধবার জম্মু ও কাশ্মীরে ফের ৩৭০ ধারা ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয় বিধানসভায়। জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স এই প্রস্তাব পেশ করতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এই প্রস্তাবের বিরোধীতা করেন বিজেপি বিধায়করা। পরে অবশ্য ধ্বনীভোটে প্রস্তাবটি পাশ হয়।






আরও পড়ুন, জ্বালানির দরে বদল, আজ পেট্রোল ভরাতে খরচ কত ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।