নয়াদিল্লি : ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। National Centre for Seismology জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। জম্মু ও কাশ্মীরের ( Jammu and Kashmir )কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে কম্পনের উৎসস্থল।
National Centre for Seismology র তরফে ট্যুইট করে জানানো হয়েছে,
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে (E)। ভোর ৫টায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে ১৩ ফেব্রুয়ারি সিকিম রাজ্যে ভোরে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৩ । তার ঠিক আগে গুজরাতের সুরাত ও অসমে ভূকম্পন হয়। অসমের নওগাঁওতে ৪.০ মাত্রার ভূমিকম্পের একদিন পরেই কম্পন অনুভূত হয়েছে। তার একদিন আগে গুজরাটের সুরাত জেলায় ৩.৮ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল।
গত মাসের মাঝামাঝি সময়ে, ভূমিধসের জেরে যখন পর্যুদস্ত জোশীমঠে, তখনই ভূমিকম্পে কেঁপে ওঠএ পাশের জেলা উত্তরকাশী। রাত ২.১২ নাগাদ উত্তরকাশীতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯। উৎসস্থল জোশীমঠ থেকে ২৫০ কিলোমিটার দূরে। তবে, কম্পনের মাত্রা তীব্র না হওয়ায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারতে বিভিন্ন জায়গায় পরপর কম্পন ভয় ধরাচ্ছে ।
তুরস্কের বর্তমান পরিস্থিতি
ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। ভারতীয় সময় অনুযায়ী রাত ১ টা ১০ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। তুরস্ক ও সিরিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ হাজারের বেশি মানুষের। তারপর থেকে লাগাতার কম্পনের মুখে পড়ছে তুরস্ক। রবিবার, সেখানে ত্রাণ পরিস্থিতি দেখতে যাবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।