সন্দীপ সরকার, শ্রীনগর: ভারত-পাকিস্তানের মধ্যে চলছে সংঘর্ষ বিরতি (Jammu Situation Update)। তার মধ্যেই ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু। যদিও জম্মুর সীমান্তবর্তী এলাকায় স্কুল এখনও বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জম্মুর সীমান্তবর্তী এলাকায় বন্ধ রাখা হয়েছে সকুল-কলেজ। ১৮ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। জমমু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় বন্ধ স্কুল-কলেজ: গত শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার ৩ ঘণ্টার মধ্যে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। তারপর আবার সোমবার। ওই দিন সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির ভাষণ শেষ হওয়ার পর, সাম্বার আরিহান গ্রামে আকাশে ৫-৬টি ড্রোন ঢুকে পড়ে। সেগুলি নিষ্ক্রিয় করার পর, গ্রামে আছড়ে পড়ে। অসংখ্য স্প্লিনটারের আঘাতে ঘতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। এই আবহে জমমুর সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের জীবন নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। বিশেষ করে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন, মিসাইল, মর্টার শেল নিষ্ক্রিয় করার পর, তার ভাঙাচোরা অংশ এখনও নানা জায়গা ছড়িয়ে রয়েছে।
পহেলগাঁও সন্ত্রাসের পর কেটে গেছে ২২ দিন। কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশ। গতকালই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর 'অপারেশন কেল্লারে' নিহত হয়েছে লস্কর ই তৈবা ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গি। এদের মধ্যে রয়েছে সোপিয়ানের বাসিন্দা নিহত শাহিদ আহমেদ কুট্টে, আদনান সফি দার এবং এহসান উল হক শেখ। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান আর বদগামের মাঝে সীমানা এলাকায় রয়েছে পাইন গাছে ঘেরা ঘন সবুজ কেল্লারের জঙ্গল। তার খুব কাছেই রয়েছে পীরপাঞ্জাল রেঞ্জ। পুরো এলাকাটাই গভীর জঙ্গলে মোড়া। কাছেই রয়েছে পাক অধিকৃত কাশ্মীর। প্রাকৃতিক প্রতিকূলতার কারণেই ঘন জঙ্গলে ঘেরা এই জায়গাকে গা ঢাকা দেওয়ার জন্য হোক বা অপারেশন চালানোর জন্য হোক, সহজেই বেছে নেয় জঙ্গিরা। জঙ্গিদের অন্যতম করিডর হিসেবে পরিচিত সোপিয়ানের জঙ্গলকে তাই শুরু থেকেই সক্যানারে রেখেছে নিরাপত্তা বাহিনী। জমমু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গিদের তালিকা তৈরি করেই পুরোদস্তুর অপারেশন চলছে। পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সন্ধান পেতে ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পোস্টার দিয়েছে জমমু-কাশ্মীর পুলিশ। ৩ জঙ্গির ছবি দিয়ে পোস্টারে লেখা, খোঁজ দিতে পারলে পুরস্কার মিলবে ২০ লক্ষ টাকা।