ঝাড়খণ্ড :  রামনবমীর পর থেকে অগ্নিগর্ভ হাওড়ার শিবপুর। বৃহস্পতিবার দোকানে ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়িতে আগুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলার হাওড়া দক্ষিণের একটি অঞ্চল। সেখানেই শেষ হয়নি। ঘটনার রেশ গড়ায় শুক্রবার পর্যন্ত। পুলিশকে ইট-পাথর, পাল্টা লাঠিচার্জের ঘটনায় দুদিনে গ্রেফতার হয়েছে ৪৬ জন। শুধু বাংলা নয়, রামনবমী ঘিরে বিহার থেকেও এসেছে অশান্তির খবর। 



মিছিলে পাথর ছোড়া হয় হয় বলে অভিযোগ


বাংলা ও বিহারের পর রাম নবমীর মিছিল ঘিরে হিংসার আগুন ঝাড়খণ্ডেও পৌঁছেছে। শুক্রবার জামশেদপুরে রাম নবমীর মিছিলে পাথর ছোড়া হয় হয় বলে অভিযোগ উঠেছে । সেখানে পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয়। এই ঘটনাার পর থেকেই  পরিস্থিতি থমথমে। বিক্ষিপ্ত ভাবে চলছে অশান্তি। আশঙ্কায় এলাকার মানুষ । 

রাম নবমী উপলক্ষে জামশেদপুরে ধর্মীয় সংঘর্ষের ইতিহাস থাকায় কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় আগে থেকেই। পুলিশ সুপার (শহর) কে বিজয় শাকারের (Superintendent of Police (City) K Vijay Shakar) নেতৃত্বে, জেলা পুলিশ বাহিনী দুটি বাাহিনীতে ভাগ হয়ে মিছিল করে। সাকচির কম্পোজিট কন্ট্রোল রুম থেকে বের হয়ে পুলিশ গোলমুড়ি, যুগসলাই, সাকচি ইত্যাদি সহ শহরের বিভিন্ন অঞ্চলে টহল দেয়। কিন্তু তা সত্ত্বেও জামশেদপুরের জুগসালাই এলাকায় এড়ানো গেল না অশান্তি। 


বাটা চকে হনুমান চালিসা পাঠ


৩১ মার্চ রাতে জামশেদপুরের জুগসালাই এলাকায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির প্রতিবাদে বিক্ষোভ দেখান।  এর পর পরিস্থিতির অবনতি হতে থাকে। মিছিল থামিয়ে ক্ষুব্ধ জনতা বাটা চকে হনুমান চালিসা পাঠ শুরু করে এবং রেলগেটের উপরে রেল ব্রিজ অবরোধ করে। এ সময় উভয় পক্ষ থেকে তুমুল স্লোগান দেয়া হয়। এই স্লোগা পাল্টা স্লোগান ঘিরেই বড়রকমের অশান্তি বাাঁধে । 


পশ্চিমবঙ্গে হাওড়ায় শুক্রবার, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, দুপুরের পর ফের উত্তেজনা ছড়ায় শিবপুরে।
ভাঙচুর করা হয় রাস্তার পাশের দোকানে । বহুতল লক্ষ্য করে করা হয় ইটবৃষ্টি ! বৃহস্পতিবার, রামনবমীতে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর। সংঘর্ষ, ভাঙচুর, গাড়িতে আগুন, বাদ যায়নি কিছুই। সকাল থেকেই তাঁরা টহল দেয় এলাকায়। পরিস্থিতি কিছুটা ছন্দে ফিরছিল। খুলেছিল দোকান-পাট। শুরু হয়েছিল যান-চলাচলও। কিন্তু, দুপুরের দিকে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। একের পর এক দোকানে ভাঙচুর করা হয়। বাড়ি লক্ষ করে করা হয় ইটবৃষ্টি!  বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। শিবপুরের বিভিন্ন জায়গায় জিটি রোড অবরোধ করা হয়।