নয়াদিল্লি : তাঁর ব্যক্তিগত পরিসরে কেউ ঢুকে পড়লে এর আগেও মেজাজ হারাতে দেখা গেছে তাঁকে। ফের মেজাজ হারালেন সমাজবাদী পার্টির সাংসদ (SP MP) জয়া বচ্চন। তাঁর সঙ্গে সেল্ফি তোলার চেষ্টা করা এক ব্যক্তিকে ঠেলে সরিয়ে দিলেন অমিতাভ-পত্নী। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের গেটে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন জয়া। সেই সময় এক ব্যক্তি খুব কাছে চলে এসে তাঁর সঙ্গে ফটো নেওয়ার চেষ্টা করেন। তিনি তখন রাগের বশে তাঁকে ঠেলে দিয়ে বলেন, "এটা কী হচ্ছে ?" ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন।

 

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ মিশা ভারতী ও প্রিয়ঙ্কা চতুর্বেদী। ভিডিওতে সেরকমই দেখা যাচ্ছে। কনস্টিটিউশন ক্লাবে ঢোকার সঙ্গে ওই ব্যক্তিকে কিছু বলতেও দেখা যায় মিশা ভারতীকে।

শুধু রাজনীতিই নয়, বর্ষীয়ান রাজনীতিকও জয়া বচ্চন। এরকম একাধিক উদাহরণ রয়েছে যেখানে দেখা গেছে, কেউ তাঁর পরিসরে ঢুকে গেলে তাঁকে তিরস্কার করছেন বা বিরক্তি প্রকাশ করছেন। গত এপ্রিল মাসেই, মনোজ কুমারের প্রার্থনা সভায় গিয়ে তাঁকে মেজাজ হারাতে দেখা যায়। সেখানে বয়স্ক এক ফ্যান তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে মেজাজ হারান জয়া। 

এ ধরনের আচরণ তিনি কেন করেন ? নাতনি নভ্যা নভেলি নন্দাকে একটি পডকাস্ট সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন, "কোনও ব্যক্তি ব্যক্তিগত জীবনে ঢুকে পড়লে তাঁকে আমি ঘৃণা করি।" তিনি বলেন, "আমি এটা ঘৃণা করি। আমি এটা ঘৃণা করি। যাঁরা কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন এবং সেই পণ্য বিক্রি করে পেট ভরেন, আমি তাঁদের ঘৃণা করি। আমি এটা ঘৃণা করি। এই ধরনের লোকদের প্রতি আমার ঘৃণা। আমি সবসময় তাঁদের বলি, 'আপনো শরম নাহি আতি হ্যায়'।" Viral Video

৭৭ বছর বয়সী এই সাংসদ তাঁর স্পষ্টভাষী প্রতিক্রিয়ার জন্য ট্রোলিংয়ের টার্গেটেও পরিণত হয়েছেন। তবে, 'হোয়াট দ্য হেল নভ্যা?' পডকাস্টের পর্বে তিনি বলেছিলেন যে, এই ধরনের সমালোচনা তাঁকে প্রভাবিত করে না। Jaya Bachchan Loses Temper