নয়াদিল্লি: সব ঠিক থাকলে আগামী বছরেই লোকসভা ভোট। তার আগে নতুন বন্ধু পেল বিজেপি। NDA বা National Democratic Alliance-এ যোগ দিন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর (HD Kumaraswamy) জনতা দল সেকুলার (JDS), এই দলেরই একসময়ের প্রধান এবং কুমারস্বামীর বাবা এইচডি দেবেগৌড়া (H D Deve Gowda) প্রধানমন্ত্রীত্বও সামলেছিলেন। জেডিএস যে এনডিএ-তে যোগ দেবে সেই কথা হয়ে গিয়েছিল আগেই, শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই যোগদান হয়।
শুক্রবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে আলোচনা হয়। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং গোয়ার মুখ্য়মন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
এর পরেই নাড্ডা ট্যুইট করে লেখেন, 'অমিত শাহের উপস্থিতিতে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা করলাম। আমি খুশি যে JD(S) National Democratic Alliance-এর শরিক হতে চাইছে। আমরা এনডিএ-তে তাদের স্বাগত জানাচ্ছি।'
দুই দলের কথা অনেকদিন ধরেই চলছিল। কর্নাটকের (Karnataka) প্রাক্তন বিজেপির মুখ্যমন্ত্রী এবং বিজেপি (BJP) জাতীয় কমিটির সদস্য বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন যে কর্নাটকের ২৮টি লোকসভা আসনের মধ্যে ৪টি জেডিএস-কে ছাড়ার জন্য রাজি হয়েছেন বিজেপির জাতীয় স্তরের নেতারা।
কদিন আগেই দিল্লিতে অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে মিটিং করেছিলেন এইচডি দেবে গৌড়া। তখনই ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন যে দুই দলের মধ্যে জোট হচ্ছে। এর ফলে আগামী লোকসভা নির্বাচনে কর্নাটকে ২৫-২৬টি আসনে জিতবে বিজেপি-জেডিএস জোট, এমনই আশা প্রকাশ করেছিলেন তিনি। কিছুদিন আগে কর্নাটকে হওয়া বিধানসভা ভোটে পর্যুদস্ত হয়েছিল জেডিএস। তারপর থেকেই বিজেপি বা বিরোধী শিবির-দুটির থেকেই দূরত্ব বজায় রাখছিল। অবশেষে এনডিএ-কেই সঙ্গী হিসেবে বাছল জেডিএস।
আরও পড়ুন: উস্কানি দিচ্ছে না কানাডা, সহযোগিতা চায়...বললেন ট্রুডো