কলকাতা: '৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিলি হচ্ছে পঞ্চায়েতের পদ', দলের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর দাবি খোদ তৃণমূল বিধায়কের (TMC MLA Idris Ali)। তাও আবার ভগবানগোলা ২-র নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খোদ দলীয় বিধায়কের। টাকার বিনিময়ে পঞ্চায়েতের সভাপতির নাম বদলে দেওয়ার অভিযোগ করলেন ইদ্রিশ আলি। টিকিটের মতোই টাকার বিনিময়ে পঞ্চায়েতে পদ বিক্রির অভিযোগ ইদ্রিশের। 'সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পৃথিবী ভ্রমণে বেরিয়েছেন। মমতা আরেকটু সময় দিলে এসব বন্ধ করা যেতে পারত,' দাবি ইদ্রিশের। নেতৃত্ব ব্যবস্থা না নিলে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।  


আর কী?
'গত ২০ তারিখে ভগবানগোলা ১-এর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঠিক হয়েছিল। আমরা সব ঠিক করে দিয়েছি...হঠাৎ দেখা গেল, কর্মাধ্যক্ষের নাম বদলে গিয়েছে। এবং আমাদের কাছে অভিযোগ আসে, এটি টাকার বিনিময়ে হয়েছে', বললেন তৃণমূল বিধায়ক। এতেই শেষ নয়। তাঁর আরও দাবি, এর আগে ভগবানগোলা-২-এর পঞ্চায়েত সমিতি সভাপতি ও সহ-সভাপতি হিসেবে যাঁদের নাম উচ্চতর নেতৃত্ব স্থির করেছিলেন, ব্লক সভাপতির 'কারসাজিতে' সেই খাম ছিড়ে দিয়ে অন্য খামে আর এক জনের নাম চলে আসে। ভগবানগোলার তৃণমূল বিধায়কের স্পষ্ট বক্তব্য, এই সমস্ত ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়া দরকার। এই নিয়ে লিখিত আবেদনও করেছেন তিনি। বিশেষত ভগবানগোলা-২-এর ব্লক সভাপতিকে সরিয়ে দিতে চেয়ে আবেদন করেছেন, জানান ইদ্রিশ। সঙ্গে বলেন, 'আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আরও একটু সময় দেন তা হলে এগুলি ঠিক হয়ে যাবে।'


প্রতিক্রিয়া...
রাজনৈতিক মহল অবশ্য তৃণমূল বিধায়কের এই 'অন্য সুরে' আমল দিতে নারাজ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যেমন বলেন, 'বিলম্বিত বোধোদয় বলতে পারলে ভালো হত। কিন্তু পারছি না, কারণ ইদ্রিশ আলির বিরুদ্ধেও বহু অভিযোগ ছিল। হঠাৎ করে ইদ্রিশ কেন দলের বিবেক হয়ে উঠছেন, সেটা বলতে পারব না।' সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের আবার কটাক্ষ, 'মুখ ফসকে বললেও ঠিকই বলেছেন।' তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পঞ্চায়েত নির্বাচনের আগে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী ঠিক করার নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে টাকা তোলার জন্য সফর করিয়েছিল। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে টাকার বিনিময়ে টিকির বিক্রির অভিযোগে তৃণমূলের অন্দরেই ক্ষোভ দেখা দেয়।  
এবার পদ 'বিক্রির' অভিযোগ স্বয়ং তৃণমূল বিধায়কের।


আরও পড়ুন:সুপার সিক্সের ম্যাচে খারাপ রেফারিং, বিক্ষোভে সামিল মহমেডান ক্লাবের সমর্থকরা