নয়াদিল্লি: বিজেপি বিরোধী জোটের রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। সেই নীতীশ কুমারই (Nitish Kumar) I.N.D.I.A জোট ছেড়ে বেরিয়ে গেলেন। ডিসেম্বর মাসে জোটের বৈঠকেই তাল কাটে বলে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তাতে সিলমোহর দিল নীতীশের দল সংযুক্ত জনতা দল (JD (U)). তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছাড়া, কোনও মুখ ছাড়াই বিজেপি-র বিরুদ্ধে নির্বাচনে লড়া হবে বলে গোড়া থেকে ঠিক ছিল। কিন্তু আচমকা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নাম প্রস্তাব করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই ক্ষুব্ধ হন নীতীশ। (I.N.D.I.A Alliance)


রবিবার I.N.D.I.A ছাড়ার কথা ঘোষণা করেন নীতীশ। পুরনো জোটসঙ্গী, বিজেপি নেতৃত্বাধীন NDA-তে ফিরে যাওয়ার ঘোষণা করেন। তার পরই নীতীশের I.N.D.I.A ছাড়ার কারণ নিয়ে কাটাছেঁড়ে শুরু হয়। সেই আবহেই সংবাদমাধ্যমে মুখ খোলেন JD (U) নেতা কেসি ত্যাগী। নীতীশের “I.N.D.I.A জোট ছাড়ার জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করেন তিনি। (Lok Sabha Elections 2024)


এদিন ত্যাগী বলেন, “যেনতেন প্রকারে I.N.D.I.A জোটের নেতৃত্ব ছিনিয়ে নিতে চাইছিল কংগ্রেস। গত ১৯ ডিসেম্বর যে বৈঠক হয়, ষড়যন্ত্র করে সেখানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসবে মল্লিকার্জুন খড়্গের নামের প্রস্তাব দেওয়া হয়।অথচ তার আগে মুম্বইয়ের বৈঠকেই সর্বসম্মতিতে ঠিক হয়েছিল, প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই নির্বাচনে লড়াই করা হবে। ষড়যন্ত্র করে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে খড়্গের নামের প্রস্তাব দেওয়ানো হয়। তার পরই অন্য দলগুলি কংগ্রেসের বিরুদ্ধে নিজেদের মতো করে লড়াই শুরু করে। আসন সমঝোতা নিয়েও গড়িমসি করে চলেছে কংগ্রেস। যত দ্রুত সম্ভব আসন সমঝোতা সেরে ফেলতে হবে বলেছিলাম আমকা। বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনাই নেই I.N.D.I.A জোটের।”



আরও পড়ুন: Nitish Kumar: চিরকালের জন্য দরজা বন্ধ বলেও নীতীশকে ফেরত নিলেন মোদি-শাহ, I.N.D.I.A জোটকে ছত্রখান করতেই কি?


বিজেপি-র বিরুদ্ধে জাতীয় স্তরে বিরোধী দলগুলিকে একজোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নীতীশ। মমতা খড়্গের নাম তোলার পরও, নীতীশকে জোটের আহ্বায়ক হতে আহ্বান জানানো হয়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এদিন I.N.D.I.A ছেড়ে বেরিয়ে আসার পর জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেন। নীতীশ বলেন, "খুব পরিশ্রম করেছিলাম। জোটকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নিতে হল আমাকে।" 


ডিসেম্বর মাসে I.N.D.I.A জোটের ওই বৈঠকে মমতাই বিরোধীদের মুখ হিসেবে খড়্গের নাম প্রস্তাব করেন। আম আদমি পার্টির নেচা অরবিন্দ কেজরিওয়াল এবং বাকিরাও সেই প্রস্তাবে সায় দেন। সেই থেকেই নীতীশের সঙ্গে বিরোধী জোটের তাল কাটতে শুরু করে বলে খবর। যদিও নীতীশের দাবি ছিল, প্রধাননমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বাসনা নেই তাঁর। একজোটে বিজেপি-র বিরুদ্ধে লড়তে চান। কিন্তু I.N.D.I.A  জোট ত্যাগ করার নেপথ্যে কারণ হিসেবে এখন ওই বৈঠকেরই দুয়ো দিচ্ছে তাঁর দল।