কৌশিক গাঁতাইত, ধনবাদ: পশ্চিম বর্ধমান সংলগ্ন ঝাড়খণ্ডের কয়লা খনির পাচারকারীদের সঙ্গে CISF-এর সংঘর্ষ। কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেতাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ, অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে আইনি পথে দেশে ফেরাতে CBI-এর তৎপরতা, পঞ্চায়েত ভোটের মুখে কয়লা পাচারকাণ্ডে CBI-ED-র মতো কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে যখন উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির, ঠিক সেই সময় পশ্চিম বর্ধমানের কয়লা-বেল্ট কুলটি থেকে ৬০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের কয়লা খনিতে পাচার কারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হল CISF-এর (Coal Smuggling)।
কয়লা খনির পাচারকারীদের সঙ্গে CISF-এর সংঘর্ষ
এই ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের (Dhanbad News)। CISF-এর দাবি, শনিবার রাতে ধানবাদের বেনিডিহির একটি খনিতে কয়লা চুরি করতে আসে বেশ কয়েকজন পাচারকারী। খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে CISF। অভিযোগ, তখনই CISF-এর জওয়ানদের লক্ষ্য করে ইটবৃষ্টি করে পাচারকারীরা। এর পরই জওয়ানরা গুলি চালায় বলে দাবি CISF-এর (Jharkhand News)।
এই ঘটনায় চার জন পাচারকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। রাঁচির হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমাদের কাজ নেই। কয়লা বিক্রি ছাড়া কী করব? আমাদের ভাইরা কয়লা আনতে গেছিল। দের গুলি করেছে।"
CISF-এর ডিআইজি বিজয় কাজলা জানিয়েছেন, পাচারকারীদের বেশ কয়েকটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কী হয়েছিল? কেন গুলি চালাতে হল? তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে CISF।
বাংলার রাজনীতিতেও কয়লা নিয়ে উত্তাপ বেড়ে চলেছে
এ দিকে, বাংলার রাজনীতিতেও কয়লা নিয়ে উত্তাপ বেড়ে চলেছে। এক দিন আগেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে, কয়লা পাচারের হাজার কোটি টাকা গিয়েছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে। তিনি বলেন, "২৪০০ কোটি টাকার স্ক্যাম। আইটি রেড করেছিল, এবং ২৪০০ কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে গেছে, যিনি এ’রাজ্যে কার্যত প্রশাসন-পুলিশ-শাসক দলকে নিয়ন্ত্রণ করেন।"
যদিও শুভেন্দুকে পাল্টা একহাত নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "নাম করে বলুন, তারপর বুঝব বাপের ব্যাটা। তারপর, মানহানির মামলার তাড়ায় বাংলা ছেড়ে পালাতে হবে। নাম করে বলুন।"