কলকাতা:  সালটা ১৯৯৬ বা ১৯৯৭। তখন তিনি বাংলার হয়ে ক্রিকেট খেলছেন তিনি। হঠাৎ তাঁর কাছে ধারাবাহিকে অভিনয় করার সুযোগ আসে। নাম, 'নিষ্কৃতি'। কিট ব্যাগ নিয়ে শ্যুটিং করেত যেতেন তিনি। শ্যুট শেষ হলেই সোজা খেলার মাঠে। ক্রিকেটই তখন ধ্যানজ্ঞান। তখন কেউ ভাবতেও পারেনি, বছর ১৫-র সেই কিশোর একদিন দাপিয়ে বেড়াবে টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)। তিনি যীশু সেনগুপ্ত।  কিন্তু কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। 


বাইশ গজ থেকে পর্দা


অভিনয় নয়, প্রথম জীবনে খেলাই ছিল তাঁর নেশা। ভেবেছিলেন পেশা করবেন ক্রিকেটকেই। যীশু বলছেন, 'যদি অভিনয়ে পা না রাখতাম, অবশ্যই ক্রিকেটার হতাম। আমার মিউজিক ও গানের প্রতিও অমোঘ আকর্ষণ। ড্রাম বাজাই আমি। তাই ক্রিকেটের পাশাপাশি হয়ত মিউজিককেও রাখতাম শখ হিসেবে। তবে পেশা হিসেবে অবশ্যই বেছে নিতাম ক্রিকেটকে। তখন আমার কিশোর বয়স। 'নিষ্কৃতি' ধারাবাহিকের শ্যুটিংয়ে যেতাম ক্রিকেট কিট ব্যাগ নিয়ে। সেসময়ে গরমের ক্রিকেটটা হত না, তাই রাজি হয়ে গিয়েছিলাম অভিনয় করতে। শ্যুটিং শেষ করেই মাঠে চলে যেতাম প্র্যাকটিস করতে। '


আরও পড়ুন: ABP Exclusive: 'কলেজ জীবনে যুক্ত ছিলেন রাজনীতিতে, রাস্তায় মারামারিও করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়'


আফশোস নেই যীশুর। তবে বললেন, 'আমি একটা সময়ে ৩ বছর যাত্রাও করেছি। এখন আমি, শোভন আরও কিছুজন মিলে একটা ব্য়ান্ডও তৈরি করেছি। শো-এর অফার আসছে প্রচুর কিন্তু সময় নেই। আসলে অভিনয় এমন একটা পেশা, যেখানে এর পাশাপাশি আর অন্য কোনও পেশাকে চালানো সম্ভব হয় না। তাই ক্রিকেট বা গান, কোনোটাকেই পেশা হিসেবে রাখতে পারিনি।'


ছবির কথা


সামনেই মুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) বায়োপিক 'অভিযান'। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। এই ছবির পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।