ব্রতদীপ ভট্টাচার্য, ঝাড়খণ্ড: ঝাড়খণ্ডে আবার সাসপেন্স, শেষমুহূর্তে বাতিল জোট-বিধায়কদের বিমান (JMM Alliance MLA Flight Cancelled)! বাধা 'কুয়াশা', বিমানে উঠেও ফিরতে হল জেএমএম জোটের বিধায়কদের! রাঁচি বিমানবন্দর থেকেই ফিরতে হচ্ছে জেএমএম-জোটের ৩৮জন বিধায়ককে! আর যাওয়া হল না হায়দরাবাদ, বিধায়কদের ফিরতে হল বিমানবন্দর থেকেই। খারাপ দৃশ্যমানতার কারণ দেখানো হল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। 


কী জানা গেল?
আজ সকাল থেকেই এই বিমান নিয়ে নানা রকম জল্পনা চলছিল। শোনা যায়, সকালে ঝাড়খণ্ডে পৌঁছনোর কথা ছিল চার্টার্ড বিমানটির। কিন্তু দৃশ্যমানতা কম থাকায় দিল্লি থেকে রাঁচিতে বিমানটি আসতে পারেনি। তবে শুধু এই বিমান নয়, দৃশ্যমানতা কম থাকায় একাধিক বিমানের অভিমুখ কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বেলা গড়ালে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়। বিকেলের দিকে ৫ জন বিধায়ক রাজভবনে যান। তার পরেই এই ৩৮ জন বিধায়ককে বাসে চাপিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কথা ছিল, এঁদের চার্টার্ড বিমানে করে হায়দরাবাদে নিয়ে যাওয়া হবে। কিন্তু দৃশ্যমানতা ফের কমতে শুরু করায় শেষ মুহূর্তে বাতিল হয় জোট-বিধায়কদের বিমান। শেষ পাওয়া খবর অনুযায়ী, দৃশ্যমানতা ১০০ মিটারের নিচে নেমে গিয়েছে। ফলে বিমান ওঠানামায় অসুবিধা হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরই জোটের বিধায়কদের বিমান থেকে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে যায়। 


সরকার গঠন... 
কিন্তু ঝাড়খণ্ডে সরকার গঠনের কী হবে? সেই জটিলতা এখনও কাটেনি বলে সূত্রের খবর। বস্তুত, আজ বিকেলে সরকার গঠনের জটিলতা কাটাতেই রাজভবন গিয়েছিলেন ওই ৫ বিধায়ক। কিন্তু রাজভবনের তরফ  থেকে ইতিবাচক কিছু বার্তা দেওয়া হয়নি। ফের আগামীকাল রাজভবন যাওয়ার কথা ছিল তাঁদের। তার আগে অবশ্য কেউ কোনও ঝুঁকি নিতে চাননি। বিধায়ক কেনা-বেচা আটকাতে ৩৮ জন বিধায়ককে কংগ্রেস শাসিত তেলঙ্গানায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। দৃশ্যমানতার কারণে বিমান বাতিল হওয়ায় ফের তুঙ্গে জল্পনা। এহেন পরিস্থিতিতে আগামীকাল কী হয়, সরকার গঠনের প্রক্রিয়া ঝাড়খণ্ডে কোন দিকে এগোয়, সেটিই  দেখার।


হেমন্ত সোরেন...
গত কালের গ্রেফতারির পর এদিন রাঁচির বিশেষ আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজত হয় ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। ইডির গ্রেফতারির বিরুদ্ধে এর মধ্যেই  সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই জেএমএম নেতা। প্রতিরক্ষা মন্ত্রকের জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় গতকাল ED-র হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। ED-র আধিকারিকদের বিরুদ্ধে তফসিলি জাতি, জনজাতি আইনে পাল্টা মামলা দায়ের করেছেন হেমন্ত সোরেন। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন তিনি হেমন্ত সোরেন। তাঁর আবেদন আগামীকাল শোনা হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।


আরও পড়ুন:সার্ভিক্যাল ক্যান্সারের টিকা নিয়ে ঘোষণায় খুশি চিকিৎসকমহল ! কী বললেন বিশেষজ্ঞরা