কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হল বৃহস্পতিবার। দেশের নারীশক্তির উন্নয়নের জন্য অর্থমন্ত্রী একাধিক ঘোষণা করলেন। তার মধ্যেই সার্ভিক্যাল ক্যানসারের কথা উল্লেখ করেন নির্মলা সীতারামন। টীকা নিলে এই বিশেষ ক্যানসারটির ঝুঁকি অনেকটাই ঠেকানো সম্ভব। মেয়েদের ৯ থেকে ১৪ বছর বয়সে সেই টীকা দিলে সবচেয়ে ভাল কাজ হয়। আজকের বাজেটে নির্মলা বলেন, সার্ভিক্যাল ক্যানসারের টীকাকরণে উৎসাহ দেবে কেন্দ্র। তবে কীভাবে সেই উৎসাহ দেওয়া হবে, কত টাকা বরাদ্দ করা হবে, সে নিয়ে কিছুই বলা হয়নি। তবে বাজেটের এই ঘোষণা শুনে স্বভাবতই খুশি চিকিৎসক মহল। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বাজেট ঘোষণার পর কী বলছেন চিকিৎসকরা ?
বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসক অনুরাধা বিনোদ আইএএনএস-কে বলেন, এটি নিঃসন্দেহে ভাল উদ্যোগ। এরকম একটি পদক্ষেপ খুব জরুরি ছিল। কারণ তরুণীদের মধ্য়ে সার্ভিক্যাল ক্যানসারের সংখ্যা বাড়ছে। তাঁর কথায়, একাধিক গবেষণায় দেখা গিয়েছে এই টিকা খুবই কার্যকরী। সার্ভিক্যাল ক্যানসারে প্রতিরোধে এটি খুব উপকারী টিকা।
অন্যদিকে গুরুগ্রাম ফর্টিস হাসপাতালের প্রিন্সিপাল ডাইরেক্টর চিকিৎসক রমা জোশী বলেন, এই টিকা প্রাথমিকভাবে রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। সার্ভিক্যাল ক্যানসার এইচপিভি ভাইরাসের জন্য হয়। টিকাটি নিলে ভাইরাস সংক্রমণের হার অনেকটাই কমে যায়। বয়ঃসন্ধিক্ষণের সময় এই টিকা দেওয়া হলে তা সবচেয়ে কার্যকরী হয়। এই সময় দুটো ডোজ নিতে হয়।
সার্ভিকাল ক্যানসার কেন ভয়ের ?
ভারতীয় মহিলাদের মধ্যে সার্ভিক্যাল ক্যানসার দ্বিতীয় স্থানে রয়েছে। সবরকম ক্যানসারের মধ্য়ে ১৮ শতাংশই সার্ভিক্যাল ক্যানসার। ল্যানসেট গ্লোবাল হেলথের একটি গবেষণা বলছে, ভারতে প্রতি পাঁচজনের মধ্যে একজনের এই ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে। ক্যানসারের ঝুঁকির হার ২১ শতাংশ। এর পাশাপাশি মৃত্যুর হারও চিন্তায় ফেলার মতো। কারণ প্রতি চার জন ক্যানসার রোগীর মধ্যে একজন আক্রান্ত মারা যান। মৃত্যুর হার ২৩ শতাংশ।
এইচপিভি টিকা কতটা উপকারী ?
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি-এর জন্য এই ক্যানসার হয়ে থাকে। টিকা নিলে এই ভাইরাসটিকে নিস্ক্রিয় করে ফেলা যায়। টিকার সাফল্যের হার ৮৮ শতাংশ। অর্থাৎ টিকা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানসার হয় না। সাধারণত ১৫ বছর বয়সের মধ্য়ে দুটো ডোজ নিতে হয়। ১৫-এর পর ২৬ বছরের মধ্যে হলে তিনটে ডোজ নিতে হবে। তবে ২৭ থেকে ৪৫ বছরের মধ্যেও এই ভাইরাসের টিকা নিতে পারেন। এতে রোগের ঝুঁকি কিছুটা হলেও কমে।
তথ্যসূত্র - আইএএনএস
আরও পড়ুন - Colocasia or Taro Leaves: ক্যানসারের ঝুঁকি কমবে একধাক্কায় ! এই শাকের ঠেলায় দূর হবে ১০ রোগ