নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) দুবছরের জন্য বন্ধ রেখে সেখান থেকে সমাজবিরোধীদের বের করে দিয়ে ফের চালু করা হোক, আর তার নতুন নামকরণ হোক সুভাষ চন্দ্র বসুর নামে। এমনই দাবি করলেন সুব্রহ্মণ্যম স্বামী। বিজেপি এমপি আজ এখানে এক অনুষ্ঠানের ফাঁকে বলেছেন, দেশে নেহরুর নামে অনেক প্রতিষ্ঠান আছে। নতুন নামকরণের পর বসুর নামও পড়ুয়াদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্প্রতি জেএনইউ অশান্ত হয়েছে কর্তৃপক্ষের হস্টেল ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ, আন্দোলনের জেরে। কর্তৃপক্ষ বর্ধিত ফি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও তা মানতে নারাজ পড়ুয়ারা।
এদিকে জেএনইউ প্রশাসন যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, তারা সুপারিশ করল, পরিষেবা ও অন্যান্য সুযোগসুবিধার জন্য যে ছাড় মেলে, তা শুধুমাত্র গরিবি রেখার নীচের পড়ুয়াদের নয়, বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীকেই দেওয়া হোক। গতকাল রিপোর্ট দিয়েছে তারা। কমিটি জেএনইউ হস্টেলে পরিষেবা ও সুযোগসুবিধা বাবদ আনুমানিক খরচ খতিয়ে দেখেছে, যা মাসে ২০০০ টাকা (ইলেকট্রিসিটি ও ৩০০ টাকা জলের চার্জ সহ)। তাদের প্রস্তাব, মাসে ২ হাজারের বদলে সবার কাছ থেকেই ১০০০ টাকা করে নেওয়া হোক পরিষেবা ও ইউটিলিটি চার্জ হিসাবে।
এছাড়া কমিটি সব বৈধ বিপিএল পড়ুয়ার কাছ থেকে ইউটিলিটি ও পরিষেবা খরচ বাবদ চার্জ ৭৫ শতাংশ কম নেওয়া হোক। অর্থাত মাসে ২০০০-এর পরিবর্তে চার্জ হোক ৫০০ টাকা। বাকি সবার ক্ষেত্রে চার্জে ৫০ শতাংশ ছাড় দেওয়া হোক। এর ফলে পড়ুয়াদের সদর্থক বার্তা দেওয়া যাবে বলে মত কমিটির। এদিকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিও শীঘ্রই রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে।
২ বছরের জন্য বন্ধ রেখে জেএনইউ ফের খোলা হোক সুভাষ বসুর নামে নামকরণ করে, দাবি বিজেপি এমপির
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2019 08:56 PM (IST)
সম্প্রতি জেএনইউ অশান্ত হয়েছে কর্তৃপক্ষের হস্টেল ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ, আন্দোলনের জেরে। কর্তৃপক্ষ বর্ধিত ফি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও তা মানতে নারাজ পড়ুয়ারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -