নয়া দিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিন দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এবার নমোকে একটি টিশার্ট গিফট করলেন জো বাইডেন। সেটি অবশ্য কোনও যে-সে টি শার্ট নয়! সেখানে লেখা রয়েছে মোদির ভাষণেরই একটি লাইন। 


২২ জুন মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে দ্বিতীয়বারের জন্য বক্তব্য পেশ করেন মোদি। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভাষণ দেন নমো। তিনি বলেন, 'গত কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক অ্যাডভান্স হয়েছে। একাধিক প্রযুক্তি যোগ হয়েছে। শুধু তাই নয়, এই AI এর আরেকটি অর্থ হল- America and India। মোদির এই ভাষণের পর করতালিতে মুখরিত হয়েছিল মার্কিন কংগ্রেসের সভাঘর। 






সেই বক্তব্য এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে মোদির ভাষণের এই উক্তিই টিশার্টে লিখে মোদিকে উপহার দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, গুগল সিইও সুন্দর পিচাই, নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়মস, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানি-সহ বিশিষ্টরা। 


মোদির আমেরিকা সফর নিয়ে মার্কিন দেশেও ছিল উত্তেজনা তুঙ্গে। মোদিকে কার্যত ঘিরে ধরতে দেখা যায় আমেরিকার সাংসদদের। কেউ করমর্দন করেন, কেউ হাত নাড়ান। কেউ এগিয়ে এসে জড়িয়ে ধরেন মোদিকে। সবার সঙ্গেই হাসিমুখে আলাপচারিতা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। শুধু তাই নয়, সইশিকারি মার্কিন সাংসদদের আবদারও মিটিয়েছেন মোদি। কেউ নোটবই দিয়ে অটোগ্রাফ চেয়েছেন। কেউ আবার মোদির সঙ্গে সেলফি তুলেছেন। 


নরেন্দ্র মোদিকে Standing Ovations-ও দিতে দেখা গিয়েছে প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুতদের সংগঠনের সদস্যদের। মোদি তাঁর বক্তব্য শেষ করার পরেই আমেরিকার আইনসভার সদস্যরা, ভারতীয়দের সংগঠনদের অনেকেই হাততালি দিয়ে ভরিয়ে দিয়েছেন। ANI-এর ভিডিওতে 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' ধ্বনিও শোনা গিয়েছে। এদিন বক্তব্য রাখার সময় এমন আমেরিকানদের প্রসঙ্গ তুলে আনেন মোদি, যাঁদের কোনও না কোনও ভাবে ভারতীয় শিকড় রয়েছে। এই কথা বলার সময়েই তিনি তাঁর পিছনে বসা কমলা হ্যারিসের দিকে ইশারা করেও তুলনা করেন। মোদি বলেন, 'আমাদের মধ্যে এমন আমেরিকান বসে রয়েছে যাঁদের ভারতীয় শিকড় রয়েছেন, এমন একজন আমার পিছনে রয়েছেন, যিনি ইতিহাস তৈরি করেছেন।' মোদি এই কথা বলতেই হাসিতে ফেটে পড়ে গোটা সংসদ কক্ষ, দোসর হয় হাততালি। 


আরও পড়ুন, বাইডেনের স্ত্রীকে দেওয়া গ্রিন ডায়মন্ড কী? কেন এমন নাম?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন- https://t.me/abpanandaofficial