মুম্বই: দুই ছেলেমেয়ে নাইসা-যুগ ও স্বামী অজয় দেবগণের জন্য কাঁথা বোনেন কাজল। বানিয়ে দেন টি শার্টও। এক জনপ্রিয় টেলিভিশন শো-এ গিয়ে তিনি জানিয়েছেন এ কথা।

কাজল বলেছেন, তাঁর সেলাই করতে ভাল লাগে। বাড়ির লোকের জন্য নানা জিনিস বোনেন, নাইসা আর যুগ যখন ছোট ছিল, তাদের জন্য কাঁথা বুনেছেন, টি শার্টও। দুটি টি শার্ট বানিয়ে দিয়েছেন অজয়কে, বোন তানিশার জন্য বুনেছেন লম্বা একটি জ্যাকেট।


অজয়ের ব্যাপারে বলতে গিয়ে কাজল জানিয়েছেন, অজয়ের তিনটি চেহারাই তাঁর জানা, ওই তিন রূপকেই তিনি বিয়ে করেছেন। ২০ বছর তাঁদের বৈবাহিক জীবন, দীর্ঘ সময় তাঁরা এক সঙ্গে কাটিয়ে ফেলেছেন। তাঁর কল্পনায় অজয় যেমন ছিলেন বাস্তবে তার থেকে পৃথক নন। ওই তিনটি চেহারাই তৈরি হয়েছে তাঁর চোখের সামনে।