নয়াদিল্লি: হিন্দু সমাজ পার্টি নেতা কমলেশ তিওয়ারি হত্যাকাণ্ডে মূল সন্দেহভাজনদের ছবিপ্রকাশ করল উত্তরপ্রদেশ পুলিশ। গত ৫ দিন ধরে তারা ফেরার। কমলেশ হত্যার দিন সিসিটিভি ফুটেজ দেখে আসফাক ও মইনুদ্দিন নামক দুই আততায়ীকে চিহ্নিত করে পুলিশ। সেই দুজন এখনও অধরা। এবার খোঁজার সুবিধার্থে দুই সন্দেহভাজনের ছবিপ্রকাশ করল পুলিশ। তাদের ধরে দিতে পারলে আড়াই লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে ইউপি পুলিশ।
মহারাষ্ট্র এটিএস সূত্রে খবর, এই হত্যাকাণ্ডে সঈদ আসিম আলি নামে একজনকে ইতিমধ্যেই নাগপুর আদালতে পেশ করা হয়েছে।
এর আগে উত্তরপ্রদেশ পুলিশ এই ঘটনায় আরও তিন অভিযুক্তকে গুজরাত থেকে ট্রানজিট রিম্যান্ডে নিয়ে লখনউ আসে। গত শনিবার মৌলানা মহসিন শেখ (২৪), খুরশিদ আহমেদ(২৩), ফইজান(২১) নামে তিন অভিযু্ক্তকে গুজরাতের সুরাত থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা অনুযায়ী, লখনউয়ের নাকা এলাকায় হিন্দু সমাজ পার্টির অফিসে কমলেশের সঙ্গে দেখা করতে যায় দুই ব্যক্তি। তাদের হাতে ছিল মিষ্টির বাক্স। কমলেশের সঙ্গে আধঘণ্টা কথা বলে তারা। অভিযোগ, চা, দইবড়া খেয়ে মিষ্টির বাক্স থেকে ধারালো অস্ত্র বের করে একজন তাঁকে কোপাতে শুরু করে, অন্যজন গুলি চালায়। পুলিশের দাবি, অন্তত ১২ বার কোপানো হয় কমলেশকে।
কমলেশ তিওয়ারি হত্যাকাণ্ড: ২ অধরা অভিযুক্তের ছবি প্রকাশ করল পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2019 11:22 AM (IST)
কমলেশ হত্যার দিন সিসিটিভি ফুটেজ দেখে আসফাক ও মইনুদ্দিন নামক দুই আততায়ীকে চিহ্নিত করে পুলিশ। সেই দুজন এখনও অধরা। এবার খোঁজার সুবিধার্থে দুই সন্দেহভাজনের ছবিপ্রকাশ করল পুলিশ। তাদের ধরে দিতে পারলে আড়াই লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে ইউপি পুলিশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -