নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনী পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়ার পরেই ফের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি শোনা গেল পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদের গলায়। তিনি বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে পরমাণু ও আণবিক অস্ত্র ব্যবহার করা হবে। যুদ্ধের সময় যে অস্ত্র প্রয়োজন হবে, সেটাই আমরা ব্যবহার করব। আমি ১২৬ দিন ধরে প্রতিবাদ জানিয়েছি। দেশ ও সীমান্তের অবস্থা ভাল নয়। এটা দেশের পক্ষে বিপজ্জনক। ফলে এবার ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেই যুদ্ধ শুধু চিরাচরিত অস্ত্র ব্যবহারেই সীমাবদ্ধ থাকবে না। যারা ভাবছে ৪-৬ দিন ধরে গোলাগুলি চলবে, আকাশপথে হামলা হবে বা নৌবাহিনী আক্রমণ করবে, তাদের জানিয়ে দিতে চাই, এবার পরমাণু যুদ্ধ হবে।’

পাকিস্তানের রেলমন্ত্রী এর আগেও ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। রবিবার ভারতীয় সেনাবাহিনী পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের একটি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে ২০ জন জঙ্গিকে খতম করার পর ফের সুর চড়িয়েছেন রশিদ। তবে সীমান্তের ওপার থেকে যে কোনও হামলা ঠেকাতে তৈরি বলে জানিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।