মুম্বই: যাই ঘটে যাক, আমি কখনও টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করব না। দীপিকা পাড়ুকোনের জওহরলাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করা প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াত এ কথা বললেন। তবে ওই সফর দীপিকার গণতান্ত্রির অধিকার বলে মন্তব্য করেছেন তিনি।
জেএনইউয়ে তাণ্ডবের জেরে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে যান দীপিকা। তার দু’তিনদিনের মধ্যে দীপিকার ছপাক ছবিটি মু্ক্তির কথা ছিল। কিন্তু বিতর্কের জের ও অন্য নানা কারণে ছবিটি এখনও বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি। এ নিয়ে কঙ্গনা বলেন, জেএনইউ গিয়ে দীপিকা তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, সেই অধিকার তাঁর রয়েছে। তিনি খুব ভালভাবে জানতেন, কী করতে চলেছেন তিনি। দীপিকার কী করা উচিত, তা তিনি ঠিক করে দিতে পারেন না, তিনি শুধু সেটাই ঠিক করেন, তাঁকে কী করতে হবে।
কঙ্গনা আরও বলেছেন, তিনি শুধু এটুকু জানেন, তিনি নিজে কখনও টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গ দেবেন না, সে যাই ঘটে যাক। এমন কাউকে সমর্থন করা তাঁর পক্ষে সম্ভব নয়, যে দেশকে খণ্ড খণ্ড করতে চায়। যারা দেশের সেনাদের প্রাণ বিসর্জনে উৎসব করে তাদের তিনি কখনও সমর্থন করবেন না বলেও কঙ্গনা জানিয়েছেন।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
টুকরে টুকরে গ্যাংকে সমর্থন সম্ভব নয়, জেএনইউ-তে দীপিকার সফর প্রসঙ্গে বললেন কঙ্গনা
ABP Ananda, Web Desk
Updated at:
18 Jan 2020 10:15 AM (IST)
কঙ্গনা আরও বলেছেন, তিনি শুধু এটুকু জানেন, তিনি নিজে কখনও টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গ দেবেন না, সে যাই ঘটে যাক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -