Kangana Ranaut Shoe Collection: মুম্বইতে ফিরে বাড়িতে সাফসুতরোর কাজের সময় দেখালেন জুতোর সংগ্রহ, ছবি নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2021 09:07 PM (IST)
কঙ্গনা রানাউত (Kangana Ranaut) হাতেগোনা কয়েকজন তারকাদের মধ্যে পড়েন, যাঁরা সবসময়ই সংবাদের শিরোনামে থাকেন। মাঝেমধ্যেই যে কোনও বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করে নজর কেড়ে নেন কঙ্গনা। অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। সম্প্রতি হিমাচল প্রদেশ থেকে মুম্বইয়ে ফিরে এসেছেন কঙ্গনা।
নয়াদিল্লি: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) হাতেগোনা কয়েকজন তারকাদের মধ্যে পড়েন, যাঁরা সবসময়ই সংবাদের শিরোনামে থাকেন। মাঝেমধ্যেই যে কোনও বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করে নজর কেড়ে নেন কঙ্গনা। অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। সম্প্রতি হিমাচল প্রদেশ থেকে মুম্বইয়ে ফিরে এসেছেন কঙ্গনা। এই সময় তাঁর সঙ্গে ছিল পূর্ণাঙ্গ নিরাপত্তার বন্দোবস্ত। মুম্বইয়ে বাড়িতে ফিরেই ঘর সাফসুতরো করার কাজে লেগে পড়েন এবং এই সময়ে তোলা ছবি অনুরাগীদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ারও করেছেন। তা বেশ ভাইরাল হয়েছে। ছবিতে তাঁকে কঙ্গনার নিত্যনতুন জুতোর সংগ্রহ দেখা গিয়েছে। আসলে ছবিতে কঙ্গনাকে তাঁর নিজস্ব ওয়ার্ডরোব সেট করতে দেখা গিয়েছে। এরমধ্যেই দেখা গিয়েছে তাঁর পোশাক ও জুতোর সংগ্রহ। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বাড়ি থেকে আসা ইস্তক শুধু সাফাই, সাফাই আপ সাফাই-ই করছি।কথায় আছে, যে জিনিসপত্রের মালিক আপনি, সেই জিনিসপত্রগুলিও আপনার মালিক হয়ে যায়। অনেক দিন ধরে সাফসুতরো করার পর মনে হচ্ছে, নিজের জিনিসপত্রেরই গোলাম হয়ে গিয়েছি। আশা করছি, এই কাজ আজই শেষ করে ফেলতে পারব এবং নতুন বছরে রানির মতো প্রবেশ করব। অন্যান্য পোস্টের মতো এই পোস্টেও কঙ্গনার অনুরাগীরা জমিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। উল্লেখ্য, খুব শীঘ্রই রূপোলি পর্দায় কঙ্গনাকে থালাইভা সিনেমায় দেখা যাবে। এই সিনেমায় তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তার সিনেমা তেজস-ও শীঘ্রই মুক্তি পাবে। সেইসঙ্গে ধাকড় সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত কঙ্গনা। শেষবার কঙ্গনাকে দেখা গিয়েছিল পাঙ্গা সিনেমায়। এই সিনেমায় তাঁকে কবাড়ি খেলোয়াড়য়ের ভূমিকায় দেখা গিয়েছিল। মেক্সিকো ভ্রমণের একটি পুরনো ছবি হঠাৎ করে পোস্ট করে দিয়েছেন তিনি। ছবিতে কঙ্গনাকে পিছন দিক থেকে দেখা যাচ্ছে। সমুদ্রের দিকে তাকিয়ে তিনি বসে আছেন লাল-কালো বিকিনি পরে। প্রায় উন্মুক্ত পিঠ ও উরু। একঢাল খোলা কোঁকড়া চুল। বালির উপর উপুড় করে রাখা একটি বই। আর এরপরেই নেট দুনিয়ায় ট্রোলড হন তিনি। কঙ্গনাও পাল্টা জবাব দেন। ইনস্টাগ্রাম পোস্টটির সঙ্গে নায়িকা লেখেন, ''সুপ্রভাত বন্ধুরা, আমার ঘোরা, দেখা দেশগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মেক্সিকো। সৌন্দর্য যেমন আছে, তেমনই অনিশ্চয়তায় ভরা। এই ছবিটি মেক্সিকোর ছোট্ট দ্বীপ টুলুম-এ তোলা।'