মুম্বই: মুম্বইয়ের বান্দ্রায় ৬০ বছর ধরে ব্যবসা করা মিষ্টির দোকান ‘করাচি সুইটস’-এর নাম বদলের দাবি তুলেছেন মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট সরকারের শরিক শিবসেনার জনৈক নেতা। ‘করাচি সুইটস’-কে টার্গেট করে তিনি বলেছেন, পাকিস্তানের শহরের নামে দোকান চলবে না, নাম বদলাতে হবে ‘করাচি সুইটস’-এর মালিককে, ‘করাচি’ শব্দটা ফেলতে হবে। এবার এব্যাপারে মহারাষ্ট্র্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ জানিয়ে দিলেন, তাঁর দল বিজেপি ‘অখন্ড ভারত’-এ বিশ্বাস করে এবং ‘একদিন’ পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি ভারতের অংশ হবে। ফঢ়নবিশ শিবসেনার নেতার দাবি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় এই অভিমত জানান। তথাকথিত ‘লাভ জেহাদ’ বন্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগেরও প্রশংসা করেন ফঢ়নবিশ।
যদিও শিবসেনা সাংসদ তথা দলীয় মুখপাত্র সঞ্জয় রাউতই নিজের দলের নেতার দাবি উড়িয়ে বলেছেন, আমরা নাম বদলের দাবি সমর্থন করি না। ‘করাচি সুইটস’ ৬০ বছর ধরে মুম্বই এবং ভারতে চলছে।
শিবসেনা নেতার আগে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-ও করাচি সুইটস-কে তাদের নামে আপত্তি জানিয়ে আইনি নোটিস পাঠায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি পাঠায়।
ভাইরাল হওয়া ভিডিও-তে ওই শিবসেনা নেতা নিতিন নন্দগাঁওকরকে বান্দ্রা ওয়েস্ট-এ করাচি সুইটস-এর মালিকের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, দোকানের নাম বদলে এমন কিছু রাখুন যার সঙ্গে করাচির সম্পর্ক নেই। আপনারা করাচি থেকে এসেছেন, কিন্তু এখন আছেন মুম্বইয়ে। আমার কাছে একটা বিষয় পরিষ্কার। আপনারা হিন্দু, মুসলিম বা আর যা খুশি হন গিয়ে, আমার মাথাব্যথা নেই। কিন্তু মুম্বইয়ে থেকে করাচি নাম ব্যবহার করা চলবে না। এই নামের অর্থ আপনারা পাকিস্তান থেকে এসেছেন। আপনাদের পূর্বসূরীরা করাচি থেকে এসেছিলেন, দেশভাগের পর এসেছেন আপনারা। আপনারা এখানে ব্যবসা করছেন ঠিক আছে, কিন্তু দয়া করে এই নামটা ব্যবহার করবেন না। এমএনএস থেকে শিবসেনায় আসা নন্দগাঁওকর দোকানের মালিককে হুঙ্কার দিয়েছেন, আপনাদের সময় দিচ্ছি। নাম বদলাতেই হবে।
Karachi Sweets: ‘করাচি সুইটস’ নামে বিতর্ক: করাচি তো একদিন ভারতে ঢুকবে, বললেন ফঢ়নবিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 08:00 PM (IST)
শিবসেনা নেতার আগে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-ও করাচি সুইটস-কে তাদের নামে আপত্তি জানিয়ে আইনি নোটিস পাঠায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি পাঠায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -