Narendra Modi : ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান, কার্গিল দিবসে হুঁশিয়ারি মোদির, নিশানা UPA সরকারকেও

Narendra Modi Speech in Kargil : ২৫ বছর পার হল কার্গিল যুদ্ধের।   ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কার্গিল জেলায় ঢুকে পড়েছিল পাক সেনা। ২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক রক্তক্ষয়ী যুদ্ধ।

Continues below advertisement

 

Continues below advertisement

নয়াদিল্লি: কার্গিল যুদ্ধজয়ের ২৫ বছর পূর্তিতে ফের একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আড়াই দশক আগে ঘটে যাওয়া যুদ্ধ ও তার পরিণাম স্মরণ করিয়ে মোদি বললেন, সফল হবে না জেনেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে  ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে মোদি বললেন, পাকিস্তান যখনই কোনও নিয়মলঙ্ঘন করেছে,নবেপরোয়া হয়েছে, তখনই হেরেছে। কিন্তু তারা তা থেকে শিক্ষা নেননি। 

মোদি আরও বলেন,  'কারগিলে আমরা শুধু যুদ্ধে জয়ী হইনি, আমরা সত্য, সংযম এবং শক্তির একটি চমৎকার উদাহরণও দিয়েছিলাম... সত্যের কাছে মিথ্যা ও সন্ত্রাস পরাজিত হয়েছিল।' পাকিস্তানকে নিশানা করে তিনি আরও বলেন, 'পাকিস্তান অতীতে  যতবার  অনৈতিক এবং লজ্জাজনক প্রচেষ্টা করেছে, তারা পরাজয়ের মুখোমুখি হয়েছে। তবে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি।' তিনি বলেন, পাকিস্তান ক্ষতি থেকে কিছুই শিখেনি এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে চলেছে। 

২৫ বছর পার হল কার্গিল যুদ্ধের।  নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কার্গিল জেলায় ঢুকে পড়েছিল পাক সেনা। ১৯৯৯-এর মে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দ্রাস, কাকসার এবং বাতালিক সেক্টর, কার্গিল সেক্টরে ঢুকে পড়েছিল পাক হানাদাররা। তাদের সরিয়ে দিতে অভিযানে নামে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন বিজয়’। ২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক রক্তক্ষয়ী যুদ্ধ। ভারতীয় সেনাদের মরণপণ লড়াইয়ের মুখে শেষ পর্যন্ত ১৯৯৯ সালের ২৬ জুলাই পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। 

প্রতিবছর এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। রক্তক্ষয়ী যুদ্ধে পাঁচশোরও বেশি ভারতীয় সেনা নিহত হন। ১৪-১৮ হাজার ফুট উচ্চতায় চলেছিল ভারতীয় সেনাবাহিনীর দেশরক্ষার লড়াই। এদিন কার্গিল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এদিন সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর পাশাপাশি ইউপিএ সরকারকে এক হাত নিতেও ছাড়েননি মোদি। তিনি বলেন, 'এর আগে কেন্দ্রেসে সরকার ক্ষমতায় ছিল, কার্গিলের সেনানীদের স্মৃতিতে কোনও স্মারক নির্মাণেরও প্রয়োজনীয়তা অনুভব করেনি তারা । শহিদদের প্রতি সম্মান দেখানো হয়নি '

                                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola