নয়াদিল্লি: ইতিহাস বিকৃত করার অভিযোগে বিদ্ধ কেন্দ্রের বিজেপি সরকার। সেই বিতর্কে আরও ইন্ধন জোগালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কর্নাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাটিল ইয়াতনাল (Basangouda Patil Yatnal)। তাঁর দাবি, জওহরলাল নেহরু (Jawaharlal Nehru) দেশের প্রথম প্রধানমন্ত্রীই নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Bose )। সুভাষচন্দ্রের ভয়েই ইংরেজরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বলেও দাবি করেছেন তিনি।


প্রকাশ্য সভায় নেহরুর পরিবর্তে নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী বলে উল্লেখ


বসনগৌড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। রেল এবং বস্ত্র বিভাগের প্রতিমন্ত্রীর পদে ছিলেন একসময়। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি জনসভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, "বাবাসাহেব একটি বইয়ে লিখে গিয়েছেন, সত্যাগ্রহের জন্য স্বাধীনতা পাইনি আমরা, এক গালে চড় মারলে, অন্য গাল বাড়িয়ে দেব বলাতেও স্বাধীনতা আসেনি। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে ভয় ধরিয়েছিলেন বলেই স্বাধীনতা এসেছে।"


বসনগৌড়া আরও বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর ইংরেজরা দেশ ছেড়ে চলে যায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর সময়ই দেশের বেশ কিছু অঞ্চলে স্বাধীনতাপ্রাপ্তির ঘোষণা হয়। নিজেদের পৃথক মুদ্রা, পতাকা এবং জাতীয় সঙ্গীতও ছিল তখন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নেহরু নন, সুভাষচন্দ্রই দেশের প্রথম প্রধানমন্ত্রী।"


আরও পড়ুন: Ashwin Dani: 'বেরঙা ঘর রঙিন করেছিলেন তিনি', চলে গেলেন এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন দানি


বরাবর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত বসনগৌড়া। এর আগে, অগাস্ট মাসে তিনি ঘোষণা করে দেন, রাজ্যের নির্বাচিত কংগ্রেস সরকার আগামী ছ'-সাত মাসের মধ্যেই পড়ে যাবে। অন্তর্দ্বন্দ্বের জন্যই কংগ্রেস সরকারের পতন ঘটবে বেল দাবি করেন। রাজ্যে দুর্নীতির খতিয়ান বিজেপি শীঘ্রই তুলে ধরবে বলেও ঘোষণা করেন। সেই সময়ও বিতর্ক হয়। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে, কর্নাটকে বিজেপি ফের ঘোড়া কেনাবেচায় নেমেছে বলে দাবি করে কংগ্রেস। 


বার বার বিতর্কিত মন্তব্য, নেহরু-নেতাজি মন্তব্যে এবার বিতর্ক


উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মডেল বাস্তবায়িত হবে বলেও দাবি করেন বসনগৌড়া। হিন্দুবিরোধী এবং দেশবিরোধীদের ধরে ধরে এনকাউন্টার করা হবে বলে হুঁশিয়ারি দেন। গাঁধী পরিবারকে ইতালি, ভারত এবং খানেদের সহযোগে তৈরি হওয়া ‘পাঁচমেশালি তরকারি’ বলেও উল্লেখ করেন। সেই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এবার নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী নন বলে বিতর্ক বাধালেন বসনগৌড়া।