Karnataka Election Results 2023 LIVE: '২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির, কর্ণাটকের মসনদে কংগ্রেস

Karnataka Election Results 2023 LIVE Updates : কর্ণাটকে কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস। বেঙ্গালুরু থেকে দিল্লি, উল্লাসে মাতল কংগ্রেস। ব্যর্থ মোদি-শাহ ম্যাজিক।

ABP Ananda Last Updated: 13 May 2023 11:42 PM
Karnataka Assembly Poll Results 2023 : '২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির, কর্ণাটকের মসনদে কংগ্রেস

'২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির। কন্নড়ভূমের কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকের মসনদে কংগ্রেস। অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর। ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস একাই জয় পেল ১৩৬টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগারের চেয়ে ২৩টি বেশি। বিজেপি নেমে গেল ৭০-এর নীচে। গতবারের তুলনায় আসন কমল দেবগৌড়ার জে়ডিএসেরও। 

Karnataka Election 2023 Results : নির্বাচনে বজরংবলী, হিজাব বিতর্কের মতো ইস্যুকে সামনে রেখেছিল বিজেপি, কাজে এল না কোনওটাই

২০২৪-এর লোকসভা ভোটের আগে কর্ণাটকে বড় জয় পেল কংগ্রেস। ক্ষমতাচ্যুত হল বিজেপি। এবার নির্বাচনে বজরংবলী, হিজাব বিতর্কের মতো ইস্যুকে সামনে রেখেছিল তারা। পাল্টা দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছিল কংগ্রেস।   

Karnataka Assembly Poll Results 2023 : ৬ মাসের মধ্য়ে বিজেপির হাত থেকে আরও একটি রাজ্য় ছিনিয়ে নিল কংগ্রেস

হিমাচলপ্রদেশের পর কর্ণাটক। ৬ মাসের মধ্য়ে বিজেপির হাত থেকে আরও একটি রাজ্য় ছিনিয়ে নিল কংগ্রেস। লোকসভা ভোটের আগে এই জয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস শিবির। তবে এই ফলাফলের প্রভাব লোকসভা ভোটে কতটা পড়বে, তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল।

Karnataka Election 2023 Results : মোদি-অমিত শাহ মিলে সত্তরেরও বেশি জনসভা ও ‍র‍্যালি করেছিলেন কর্ণাটকে, তাও শেষরক্ষা হল না

মোদি-অমিত শাহ মিলে সত্তরেরও বেশি জনসভা ও ‍র‍্যালি করেছিলেন কর্ণাটকে! তাও শেষরক্ষা হল না! অন্যদিকে নজরকাড়া পারফরম্যান্স করলেন রাহুল গান্ধী। বিধানসভা ভোটে বিজেপির থেকে দক্ষিণের এই রাজ্যের শাসনক্ষমতা ছিনিয়ে নিল কংগ্রেস।

Karnataka Assembly Poll Results 2023 : কর্ণাটক জয়ের পর বঙ্গেও বিজয়োল্লাস কংগ্রেসের, উচ্ছ্বাসে মাতল বামেরাও

কর্ণাটক জয়ের পর বঙ্গেও বিজয়োল্লাস কংগ্রেসের। উচ্ছ্বাসে মাতল বামেরাও। সুজন চক্রবর্তীর নেতৃত্বে মুকুন্দপুরে মিছিল করল সিপিএম। 

Karnataka Election 2023 Results : দেশের ২৮ টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৩০ টি সরকারের অর্ধেক এখন বিরোধী দলগুলির দখলে

দেশের ২৮টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৩০টি সরকারের অর্ধেক এখন বিরোধী দলগুলির দখলে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির শাসনাধীনে রয়েছে ১৫টি সরকার। বিজেপি একক ক্ষমতায় ৯টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। বিজেপির শরিক দলগুলি ক্ষমতায় রয়েছে ৬টি রাজ্যে। বিজেপি বিরোধী বলে পরিচিত আঞ্চলিক দলগুলির হাতে রয়েছে ৮টি রাজ্য। কংগ্রেস এবং কংগ্রেস সমর্থিত দলগুলি ৭টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। শনিবার সেই তালিকায় যুক্ত হল কর্ণাটকের নামও।

Karnataka Assembly Poll Results 2023 : বিজেপির হাত থেকে কর্ণাটক ছিনিয়ে নিল কংগ্রেস, বিজেপি বিরোধী মঞ্চকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নেও খানিকটা এগিয়ে গেল তারা

বিজেপির হাত থেকে কর্ণাটক ছিনিয়ে নিল কংগ্রেস। দক্ষিণের এই রাজ্য়ে ঐতিহাসিক জয় পেল তারা। যা লোকসভা ভোটের আগে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তাঁদের মতে, এর ফলে কংগ্রেস যে শুধু প্রাসঙ্গিকতা ফিরে পেল, তা-ই নয়। বিজেপি বিরোধী মঞ্চকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নেও খানিকটা এগিয়ে গেল।

Karnataka Election 2023 Results : ‘বাংলার মতো কর্ণাটকের মানুষও বিজেপিকে লেজে-গোবরে করেছে’ কর্ণাটকের রায় নিয়ে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কর্ণাটকে বিজেপির হার, কটাক্ষ অভিষেকের। ‘ডবল ইঞ্জিন নয় ট্রাবল ইঞ্জিন সরকার, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। একুশে বাংলা যা করেছে, তেইশে কর্ণাটক তাই করল, চব্বিশে দেশ তাই করবে। তৃণমূলকে দুর্নীতি নিয়ে আক্রমণ করে বিজেপি। ৪০ শতাংশ কমিশন খেয়ে কর্ণাটকের বারোটা বাজিয়ে দিয়েছে বিজেপি। বাংলার মতো কর্ণাটকের মানুষও বিজেপিকে লেজে-গোবরে করেছে’, কর্ণাটকের রায় নিয়ে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । 

Karnataka Assembly Poll Results 2023 : নরেন্দ্র মোদির নেতৃত্বে কর্ণাটকের মানুষের জন্য কাজ করে যাবে বিজেপি, ট্যুইট শাহর

'বহু বছর ধরে সেবা করার সুযোগ দেওয়ার জন্য কর্ণাটকের মানুষকে ধন্যবাদ', দক্ষিণের একমাত্র রাজ্য হাতছাড়া হওয়ার পর ট্যুইট অমিত শাহর। নরেন্দ্র মোদির নেতৃত্বে কর্ণাটকের মানুষের জন্য কাজ করে যাবে বিজেপি, ট্যুইট শাহর।

Karnataka Election 2023 Results : নজর ঘোরানোর রাজনীতি চলবে না, কংগ্রেসের জয় নিয়ে প্রতিক্রিয়া প্রিয়ঙ্কা বঢরার

নজর ঘোরানোর রাজনীতি চলবে না। মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। হিমাচলের পর দেশকে বার্তা কর্ণাটকের। কংগ্রেসের জয় নিয়ে প্রতিক্রিয়া প্রিয়ঙ্কা বঢরার। 

Karnataka Assembly Poll Results 2023 : ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে বিজেপি, মানুষ এটা মেনে নেবে না’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশেও হারবে বিজেপি, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ভাল ফল করবে, সব জায়গায় বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা, এজেন্সি দিয়ে সবাইকে নিয়ন্ত্রণে রাখতে চায় বিজেপি। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে বিজেপি, মানুষ এটা মেনে নেবে না, বিরোধী জোট নিয়ে আলোচনা চলছে, যেখানে যে শক্তিশালী, সেখানে সেই দল লড়ুক, বিজেপিকে রুখতে একের বিরুদ্ধে এক ফর্মুলায় এগোতে হবে’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Karnataka Election 2023 Results : ‘লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু' মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু, চব্বিশের ভোটে বিজেপির হার নিশ্চিত, দেশকে বাঁচাতে পরিবর্তন জরুরি, বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

Karnataka Assembly Poll Results 2023 : কর্ণাটকে কংগ্রেসের জয়ের পরই ২০২৪-এ একজোট হয়ে লড়াইয়ের বার্তা ডিএমকে প্রধান স্ট্যালিনের

কর্ণাটকে কংগ্রেসের জয়ের পরই ২০২৪-এ একজোট হয়ে লড়াইয়ের বার্তা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের। 'কর্ণাটকের এই রায় অনৈতিক ভাবে রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে অপব্যবহারের প্রতিবাদে এই রায়, হিন্দি চাপিয়ে দেওয়া এবং লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে কর্ণাটকের এই রায়, এখন ২০২৪-এ গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সাংবিধানিক মর্যাদা রক্ষায় সবাইকে এক হতে হবে'।
ট্যুইট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের। 

Karnataka Election 2023 Results : ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস

কর্ণাটকে কুর্সি বদল, একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের। গদি হারানোর পথে বিজেপি, কিছুক্ষণের মধ্যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী বোম্মাইয়া ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬৪টি আসনে। এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে জেডিএস। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।

Karnataka Assembly Poll Results 2023 : 'ক্ষমতার আস্ফালন পরাজিত হল, এটাই নীতিকথা এবং আগামীর শিক্ষা, ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ', কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'ক্ষমতার আস্ফালন পরাজিত হল, মানুষ গণতন্ত্রের জয় চায়. তখন তাঁদের কোনও কেন্দ্রীয় নীলনক্সা পরাজিত করতে পারে না','এটাই নীতিকথা এবং আগামীর শিক্ষা', ট্যুইট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 

Karnataka Election 2023 Results : 'দক্ষিণ ভারত বিজেপি-মুক্ত হল', কর্ণাটক জয়ের পর প্রধানমন্ত্রীকে কটাক্ষ বাঘেলের

কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি, দক্ষিণ ভারত বিজেপি মুক্ত হল, কর্ণাটক জয়ের পর প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

Karnataka Assembly Poll Results 2023: সনিয়া গান্ধীকে কথা দিয়েছিলাম কর্ণাটকে জয় এনে দেব, জয়ের পর আবেগালুপ্ত শিবকুমার

সনিয়া গান্ধীকে কথা দিয়েছিলাম কর্ণাটকে জয় এনে দেব। রাজ্যের সব নেতাকে ধন্যবাদ। জয়ের পর আবেগালুপ্ত গলায় বললেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার। 


 





Karnataka Election 2023 Results : 'ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলতে পেরেছি' : রাহুল গান্ধী

'জয়ের জন্য কর্ণাটকের জনগণ ও দলের কর্মীদের ধন্যবাদ। কর্ণাটকে পুঁজিবাদের সঙ্গে গরিব মানুষের লড়াই ছিল। আমরা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জন্য লড়াই করেছি। ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলতে পেরেছি। যে ৫ প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পাস করাব।' জানালেন রাহুল গান্ধী।

Karnataka Assembly Poll Results 2023: এখনও পর্যন্ত ২০টি আসনে জয়ী কংগ্রেস, ১১৫টিতে এগিয়ে

এখনও পর্যন্ত ২০টি আসনে জয়ী কংগ্রেস, ১১৫টিতে এগিয়ে। বেঙ্গালুরুর পথে মুখ্যমন্ত্রী বোম্মাই। করতে পারেন পদত্যাগ।

Karnataka Election 2023 Results : এখনও পর্যন্ত ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টিতে এগিয়ে কংগ্রেস

এখনও পর্যন্ত ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬৪টি আসনে। এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে জেডিএস।

Karnataka Assembly Poll Results 2023: কর্ণাটক জয়ের আগাম উচ্ছ্বাস বঙ্গেও

কর্ণাটক জয়ের আগাম উচ্ছ্বাস বঙ্গেও। দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় এলাকায় জেলা কংগ্রেস পার্টি অফিসের সামনে ঢাক-ঢোল বাজিয়ে চলল আবির খেলা। বিলি করা হল মিষ্টি। শিলিগুড়ির হাশমি চকে ব্যান্ড বাজিয়ে বিজয় মিছিল করলেন কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে শুরু করে শহর পরিক্রমা করে মিছিল। নেতৃত্বে ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার।অধীর-গড়ে কংগ্রেসের বিজয়োৎসব। বহরমপুরে পার্টি অফিসের বাইরে আবির মাখলেন কংগ্রেস কর্মীরা। ব্যান্ড বাজিয়ে চলল নাচ।পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফে মিছিল। আবির মাখিয়ে, মিষ্টি খাইয়ে চলল বিজয়োৎসব পালন করলেন কংগ্রেস কর্মীরা। কলকাতায় বউবাজারেও বেরিয়েছে কংগ্রেসের বিজয় মিছিল। 

Karnataka Election 2023 Results : 'নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে', ট্যুইট কুণালের

'নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে'। 'বিজেপি বিরোধীরা যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখে বিকল্প জোট'। এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে, ট্যুইট কুণাল ঘোষের।

Karnataka Assembly Poll Results 2023: আগামীকাল সকালে বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠক ডাকল কংগ্রেস

দল ম্যাজিক ফিগার পেরোতেই, আগামীকাল সকালে বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠক ডাকল কংগ্রেস । ১১৮টি আসনে এগিয়ে।

Karnataka Election 2023 Results : কন্নড়ভূমে গদি হারানোর পথে বিজেপি ? ১১৮টি আসনে এগিয়ে কংগ্রেস

কুর্সি বদলের পথে কর্ণাটক। ফলাফলে অনেক এগিয়ে কংগ্রেস। কন্নড়ভূমে গদি হারানোর পথে বিজেপি। এখনও পর্যন্ত ২২৪ আসনের বিধানসভায় ১১৮টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৫টি আসনে। এখনও পর্যন্ত ২৪টি আসনে এগিয়ে কুমারস্বামীর জেডিএস। ভোট শতাংশেও বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ৪৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ, জেডিএস পেয়েছে ১৩ শতাংশ ভোট। 

Karnataka Assembly Poll Results 2023: বোম্মাইয়ের কেন্দ্রে চমকে দেওয়া ছবি, হুড়মুড়িয়ে বেরিয়ে এল কিং সাইজ কেউটে

সকালেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইয়ের শিগগাঁও কেন্দ্রে চমকে দেওয়া ছবি। ফলাফল ঘোষণা চলাকালীন দলীয় অফিসে গিয়েছিলেন বোম্মাই। অফিসের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। বাইরে হুড়মুড়িয়ে বেরিয়ে এল কিং সাইজ কেউটে। কোনওমতে ধরা হল তাকে। ভোটের ফলের আগেই মিনি আতঙ্ক শিগগাঁওয়ের বিজেপি অফিসে।

Karnataka Election 2023 Results : 'আজ কর্ণাটক যা ভাবছে, কাল তা ভাববে ভারত', ট্যুইট অর্থনীতিবিদ কৌশিক বসুর

'আজ কর্ণাটক যা ভাবছে, কাল তা ভাববে ভারত'। কর্ণাটকের প্রাথমিক ফলাফল সামনে আসার পর ট্যুইট অর্থনীতিবিদ কৌশিক বসুর।

Karnataka Assembly Poll Results 2023: "কর্ণাটকের স্বার্থে বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত", দাবি সিদ্দারামাইয়া-পুত্রের

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী তড়তড়িয়ে এগোচ্ছে কংগ্রেস। কার্যত ম্যাজিক ফিগারে সিলমোহর পড়া সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে এখন থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি দখল নিয়ে শুরু হয়ে গেছে দ্বৈরথ। তাঁর বাবা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ারই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়া উচিত। এমনই মন্তব্য করলেন সিদ্দারামাইয়া-পুত্র যতীন্দ্র সিদ্দারামাইয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র বলেন, "আমরা বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে যে কোনও কিছু করতে পারি। কর্ণাটকের স্বার্থে আমার বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত।"

Karnataka Election 2023 Results : ভোট গণনার মধ্যেই বেঙ্গালুরুর মন্দিরে এইচ ডি কুমারস্বামী

ভোট গণনার মধ্যেই বেঙ্গালুরুর মন্দিরে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামী। 


 





Karnataka Assembly Poll Results 2023: চলছে গণনা, দলের সব বিধায়ককে বেঙ্গালুরু পৌঁছতে বলল কংগ্রেস

চলছে গণনা। এই পরিস্থিতিতে দলের সব বিধায়ককে বেঙ্গালুরু পৌঁছতে বলল কংগ্রেস।

Karnataka Election 2023 Results : কর্ণাটকে ৯০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ১১২টিতে

কর্ণাটকে ৯০টি আসনে এগিয়ে বিজেপি । কংগ্রেস এগিয়ে ১১২টি আসনে। জেডিএস এগিয়ে ১৯টি আসনে। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, বেঙ্গালুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। টুমকুর, বেলগামে এগিয়ে কংগ্রেস, মহীশূরে কড়া টক্কর। কর্ণাটকের উপকূল অঞ্চলে একচেটিয়া আধিপত্য কংগ্রেসের। চান্নাপাটনা আসনে এগিয়ে কুমারস্বামী।

Karnataka Assembly Poll Results 2023: কর্ণাটকে ৮০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ১০৬টিতে

কর্ণাটকে ৮০টি আসনে এগিয়ে বিজেপি । কংগ্রেস এগিয়ে ১০৬টি আসনে। জেডিএস এগিয়ে ১৫টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২টি আসনে। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, বেঙ্গালুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। টুমকুর, বেলগামে এগিয়ে কংগ্রেস, মহীশূরে কড়া টক্কর।
কর্ণাটকের উপকূল অঞ্চলে একচেটিয়া আধিপত্য কংগ্রেসের।

Karnataka Election 2023 Results : ভোট গণনা শুরু হতেই, হনুমান মন্দির পরিদর্শনে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই

ভোট গণনা শুরু হতেই, হুব্বাল্লির হনুমান মন্দির পরিদর্শনে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই।


 





Karnataka Assembly Poll Results 2023: কর্ণাটকে ২২৪টি আসনে ভোট গণনা শুরু

কর্ণাটকে ২২৪টি আসনে ভোট গণনা শুরু হল। ভাগ্য নির্ধারণ হবে ২,৬১৫ জন প্রার্থীর।

Karnataka Election 2023 Results : 'এখনও পর্যন্ত আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি' : এইচ ডি কুমারস্বামী

"এখনও পর্যন্ত আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। আমার কোনও চাহিদা নেই। আমার ছোট দল।" মন্তব্য জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামীর।


 





Karnataka Assembly Poll Results 2023: কর্ণাটকে ২২৪টি আসনে গণনার আগে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা

কর্ণাটকে ২২৪টি আসনে গণনার আগে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা। 


 





Karnataka Election Results 2023 : '২৪-র লোকসভার আগে কর্ণাটকে কি উঠবে গেরুয়া ঝড় ?

'২৪-র লোকসভার আগে কর্ণাটকে কি উঠবে গেরুয়া ঝড়? না কি বাজিমাত করবে কংগ্রেস? ত্রিশঙ্কু হবে না তো কর্ণাটকের ফল? জেডিএস-কে কি দেখা যাবে কিং মেকারের ভূমিকায়? ভোট গণনা আজ।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু : কর্ণাটক বিধানসভার (Karnataka Assembly Election) ২২৪টি আসনে কী হবে ফলাফল ? বিজেপি (BJP) কি ক্ষমতা ধরে রাখতে পারবে ? না কি বাজিমাত করবে কংগ্রেস (Congress) ? ত্রিশঙ্কু হবে না তো কর্ণাটকের ফল ? জেডিএস-কে কি দেখা যাবে কিং মেকারের (King Maker) ভূমিকায় ?


২০২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে কর্ণাটক বিধানসভার নির্বাচনকে কোয়ার্টার ফাইনাল হিসাবেই ধরা হয়েছে। আর এই প্রেস্টিজের ফাইটে কর্ণাটকের কুর্সি কার পক্ষে হতে চলেছে, তার আভাস মিলেছে বুথ ফেরত সমীক্ষায়।


 



গত বুধবার কর্ণাটকে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ। মূল লড়াই মূলত বিজেপির সঙ্গে কংগ্রেসের। লড়াইয়ে রয়েছে দেবেগৌড়ার JDS-ও। বর্তমানে কর্ণাটকে ক্ষমতায় রয়েছে বিজেপি। বিজেপি কি পারবে মোদির হাত ধরে দক্ষিণের এই রাজ্য়ে ক্ষমতা ধরে রাখতে ?নাকি কংগ্রেস ক্ষমতা দখল করতে পারবে ? ফলাফল ত্রিশঙ্কু হলে দেবেগৌড়ার দল কিং মেকার হয়ে উঠবে না তো ? সেক্ষেত্রে কি তারা বিজেপিকে সাহায্য় করবে সরকার তৈরি করতে ? কয়েকটি সমীক্ষক সংস্থার EXIT POLL বলছে কর্ণাটকে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস এবং পরাজিত হতে পারে বিজেপি। আবার কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ফলাফল ত্রিশঙ্কু হতে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.