Karnataka Election Results 2023 LIVE: '২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির, কর্ণাটকের মসনদে কংগ্রেস

Karnataka Election Results 2023 LIVE Updates : কর্ণাটকে কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস। বেঙ্গালুরু থেকে দিল্লি, উল্লাসে মাতল কংগ্রেস। ব্যর্থ মোদি-শাহ ম্যাজিক।

ABP Ananda Last Updated: 13 May 2023 11:42 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু : কর্ণাটক বিধানসভার (Karnataka Assembly Election) ২২৪টি আসনে কী হবে ফলাফল ? বিজেপি (BJP) কি ক্ষমতা ধরে রাখতে পারবে ? না কি বাজিমাত করবে কংগ্রেস (Congress) ? ত্রিশঙ্কু হবে...More

Karnataka Assembly Poll Results 2023 : '২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির, কর্ণাটকের মসনদে কংগ্রেস

'২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির। কন্নড়ভূমের কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকের মসনদে কংগ্রেস। অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর। ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস একাই জয় পেল ১৩৬টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগারের চেয়ে ২৩টি বেশি। বিজেপি নেমে গেল ৭০-এর নীচে। গতবারের তুলনায় আসন কমল দেবগৌড়ার জে়ডিএসেরও।