বেঙ্গালুরু: বিয়ের আগের রীতি পালনের অনুষ্ঠানে কনের পরা শাড়ি পছন্দ হয়নি পাত্রের বাবা-মায়ের। সেজন্য শেষ মুহূর্তে বিয়ে বাতিল করলেন তাঁরা। বাবা-মায়ের কথায় শেষ পর্যন্ত বিয়ের আসরে হাজির হলেন না পাত্রও। বুধবার ঘটেছে ঘটনাটি।
কর্নাটকের হাসানের কাছে একটি গ্রামের ছেলে ওই পাত্র। নাম বি এন রঘুকুমার। তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে, তিনি পলাতক বলে জানিয়েছেন হাসানের পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়।
রঘুকুমারের বাবা-মায়ের বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ।
অথচ রঘুকুমার ও পাত্রী, বি আর সঙ্গীতা বছরখানেক আগে পরস্পরের প্রেমে পড়েন, দুই পরিবারের মধ্যস্থতায় তাঁদের বিয়েও ঠিক হয়। কিন্তু কিছু প্রথামাফিক অনুষ্ঠান পালনের সময় সঙ্গীতার গায়ের শাড়ি মনঃপুত হয়নি রঘুকুমারের বাবা-মায়ের। তাঁরা সেটি ছেড়ে অন্য শাড়ি পরতে বলেন সঙ্গীতাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি, বিতর্ক হয়। ব্যাপারটা শেষ পর্যন্ত বিয়ে বাতিলের দিকে গড়ায়। রঘুকুমারের পরিবার বুধবারের বিয়ে বাতিল করে ছেলেকে চলে আসতে বলে।