নয়া দিল্লি: শ্রাবণের শেষ সোমবারে কাশী বিশ্বনাথ মন্দিরে (Kashi Vishwanath Temple) প্রস্তুতি চলছে পুরোদমে। মহাদেবের (Mahadev) ভক্তদের জন্য বিশেষ প্রার্থনারও সুযোগ রয়েছে। বাবার ভক্তরা বাবাকে নানা রূপে সাজাতে থাকেন। প্রতি সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষ সাজের প্রস্তুতি চলছে।

  



গত পাঁচ সোমবার বাবার সাজ পাঁচটি রূপে দেখেছেন ভক্তরা। এ বার ষষ্ঠ সোমবার বিশ্বনাথকে গণেশ রূপে সাজানো হবে। অর্ধনারীশ্বর রূপে সাজতে চলেছে বিশ্বনাথ। বাবা বিশ্বেশ্বরের ভক্তরা ষষ্ঠ সোমবার বাবার পুরো পরিবারকে একসঙ্গে দেখতে পাবেন। শিব পার্বতী এবং তাঁদের পরিবার একসঙ্গে স্থান পাবে মন্দিরে। বাবা বিশ্বেশ্বরের ভক্তরা ষষ্ঠ সোমবার বাবার পুরো পরিবারকে একসঙ্গে দেখতে পাবেন।  


বারাণসী শহরের অপর নাম হল কাশী, গঙ্গার পশ্চিম তিরে অবস্থিত উত্তরপ্রদেশের বারানসিতে অবস্থিত দেশের এই বিখ্যাত হিন্দু মন্দির হল কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। হিন্দু মত অনুসারে কাশী বিশ্বনাথ মন্দির, জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের ১২ টি পবিত্র তম মন্দিরের মধ্যে অন্যতম। মন্দিরের প্রধান দেবতার শিব যিনি কিনা বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হয়ে আসছেন প্রাচীনকাল থেকে।


এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে জানা যায় যে, ১৪৯০ সালে কাশী বিশ্বনাথ মন্দিরটি প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। অনেকেই হয়তো জানেন না যে এই মন্দির বেশ কিছুসময় বৌদ্ধ দের দ্বারা পরিচালিত হত। এছাড়া মুঘল দের দ্বারা এই বিখ্যাত মন্দির বারবার লুট করা হয়েছে, পরবর্তীতে সেটা ধ্বংসও করা হয়েছে। এবং মূল মন্দির পরবর্তীতে আবার পুনঃ নির্মিত করা হয়েছে।


আরও পড়ুন, 'জীবনের উত্থান-পতন নিজেদেরই হাতে থাকে', কীভাবে সফল হওয়া যায় গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ


 
এই মন্দিরগুলি গঙ্গার তীরে বিশ্বনাথ গলি নামে একটি গলিতে অবস্থিত। প্রধান মন্দিরের এর মধ্যে একটি ৬০ সেন্টিমিটার উঁচু ও ৯০ cm পথ দিয়ে শিবলিঙ্গ টি রূপোর বেদীর উপরে স্থাপিত। কাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয় বহন করে। হিন্দুদের বিশ্বাস ভগবান শিব এখানে কিছুকাল অবস্থান করেছিলেন।