শ্রীনগর ও চামোলি : ভারতীয় সেনার বড় সাফল্যের দিনই বিরাট বিপর্যয়। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার সকালে জম্মু কাশ্মীরের গান্দেরওয়ালে ITBPর সেনাবাহিনী একটি বাস সোজা গিয়ে পড়ে নদীতে।

বাস গিয়ে পড়ে নদীর মধ্যে

কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে ভূস্বর্গে। তার জেরে রাস্তাও পিচ্ছিল। বুধবার সেনা জওয়ানদের নিয়ে বাসটি কুল্লান সেতু থেকে সোজা গিয়ে পড়ে সিন্ধু নদীতে। ভরা বর্ষায় সিন্ধুনদ তীব্র খরস্রোতা। তারই মধ্যে গিয়ে পড়ে বাসটি। বাসে থাকা জওয়ানদের উদ্ধার করা গিয়েছে, বলেই খবর।

বাসের যাত্রীরা কেমন আছেন

বাসের চালক কিছুটা আহত। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তার।   সূত্রের খবর, বাসটি পড়ে যাওয়ার পর সেনাবাহিনীর হাতে থাকা বহু অস্ত্র জলে তলিয়ে গিয়েছে। তবে বাসে কতজন কর্মী ছিলেন তা এখন তা স্পষ্ট নয়। কাশ্মীরের এক সংবাদ সূত্রে খবর, বাসে ১৬ জন সেনা জওয়ান ছিলেন।       

উত্তরাখণ্ডেও দুর্ঘটনার মুখে সেনার বাস

অন্যদিকে, উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ হাইওয়েতে সেনা জওয়ানদের একটি বাস উল্টে যায় রাস্তায়। বুধবার সকালে জওয়ানরা যোশীমঠ থেকে রাইওয়ালার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সোনালের কাছে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সূত্রের খবর, চালক সম্ভবত ঘুমে ঢুলে পড়ছিলেন, সেই জন্যই বাসটি পাহাড়ের ঢালে পড়ে যায়। অন্যদিকে হলে, বাসটি অন্য পাশের খাদে পড়ে যেত। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সাহায্য নিয়ে বাস থেকে সেনাদের উদ্ধার করে।  আহত সেনা জওয়ানদের কর্ণপ্রয়াগের উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ।   

হাল আমলে বেশ কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হয় সেনাবাহিনীর বাস। গত ৪ মে রামবান জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গিরিখাতে পড়ে যায়। এতে তিন সেনা জওয়ান নিহত হন। মারা যান  অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। চলতি বছরেই  বান্দিপোরা জেলায়  সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে গেলে চারজন সেনা মারা যান। দুজন আহত হন। সেবারও দুর্ঘটনার পেছনে ছিল খারাপ আবহাওয়াই। ২০ এপ্রিল উধমপুর জেলায় এক সড়ক দুর্ঘটনায় ছয়জন সেনা আহত হন, তাদের গাড়িটিও রাস্তা থেকে পিছলে খাদে পড়ে গিয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিএসএফ জওয়ানদের একটি ভাড়া-বাস বুদগাম জেলায় খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনায় মারা যান তিন জন। একাধিক জওয়ান আহত হন। গত বছর ২৪  ডিসেম্বর পুঞ্চ জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গিয়ে পাঁচজন সেনা জওয়ান নিহত হন। ঘটনায় আহত হয়েছিলেন পাঁচজন। ২০২৪ সালের