নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিংহ। নরেন্দ্র মোদির পর এবার রাশিয়া সফর বাতিল করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন, রাজস্থানের জয়সলমেরে পাক গুপ্তচর গ্রেফতার, '২০১৩-য় পাকিস্তানে ট্রেনিং, ভারতে ফিরেই গুপ্তচরবৃত্তি..' !

জঙ্গি হামলার পর, রাশিয়ায় বিজয় দিবসের প্যারেডে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এর। কিন্তু এবার তার সফরও বাতিল হল।  মূলত, রাশিয়ার বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ৯ মে রেড স্কোয়ারে বার্ষিক মস্কো বিজয় দিবস কুচকাওয়াজ, একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রদর্শনী। রাশিয়ান সশস্ত্র বাহিনীর এই কুচকাওয়াজ অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং ভাষণ দেন। এই অনুষ্ঠানটি রাশিয়ার সামরিক শক্তির একটি বিশিষ্ট প্রদর্শনী এবং গুরুত্বপূর্ণ বিষয়।

পহেলগাঁওয়ে হত্য়ালীলার পর প্রত্যাঘাতের দাবি দেশজুড়ে। তিন বাহিনীও বুঝিয়ে দিচ্ছে তারা আঘাত হানতে প্রস্তুত। নরেন্দ্র মোদি আশ্বাস দিচ্ছেন, কল্পনাতীত শাস্তি হবে। বিরোধীরাও জোটবদ্ধ হয়ে পাকিস্তানকে জবাব দেওয়ার পক্ষে!প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তানও। অজ্ঞাতবাস নিয়ে হইচই পড়ে যাওয়ার পর আচমকা প্রকাশ্য়ে এসে পাকিস্তানের সেনাপ্রধানও বোঝানোর চেষ্টা করছেন তাঁরা প্রস্তুত। এদিকে, পহেলগাঁও সন্ত্রাসের ১১ দিন পরেও অধরা হামলাকারী জঙ্গিরা।  কিন্তু কোনওভাবেই কাউকে যে ছাড়া হবে না, তা স্পষ্ট করে দিয়ে জঙ্গিদের খোঁজে উপত্যকাজুড়ে চলছে চিরুনি তল্লাশি। বিভিন্ন জঙ্গলে ও দুর্গম এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। শ্রীনগরের আকাশ দিয়ে দক্ষিণ কাশ্মীরের দিকে ঘন ঘন উড়ছে সেনাবাহিনীর চপার! শুক্রবারও উপত্যকায় রয়েছেন NIA-র ডিজি সদানন্দ দাতে। এদিনও তিনি যান ঘটনাস্থলে। জরুরি বৈঠক করেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। আজকে NIA-র DG-র দ্বিতীয় দিন। গতকাল তিনি এলাকায় যান। জরুরি বৈঠক করেন। জঙ্গিদের পাকড়াও করার জন্য সব রকম তথ্য হাতে পেতে, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে NIA.

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)