Kashmir Terror Attack: পোস্টিং ছিল কাশ্মীরে। বদলির বাকি ছিল মাত্র কয়েকদিন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন ভারতীয় বায়ুসেনার কর্পোরাল Tage Hailyang । অরুণাচল প্রদেশের বাসিন্দা Tage Hailyang- এর দেহ এবং অন্যান্য জিনিস গুয়াহাটি হয়ে তাঁর গ্রামে পাঠানো হয়েছে বলে খবর। অরুণাচলের লোয়ার সুবানসিরি জেলার তাজাং গ্রামের বাসিন্দা Tage Hailyang, পহেলগাঁও গিয়েছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। বিগত ৫ বছর ধরে কাশ্মীরেই পোস্টিং ছিল তাঁর। এবার কথা ছিল বদলির। ট্রান্সফারের হাতেগোনা কয়েকদিন বাকি ছিল। অসমের ডিব্রুগড়ে গিয়ে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় বায়ুসেনার এই কর্পোরালের। কিন্তু নতুন ইনিংস শুরুর আগেই সব শেষ হয়ে গেল ভূ-স্বর্গের মাটিতে। যে জায়গায় থেকে বিগত ৫ বছর ধরে নিজের দায়িত্ব, কর্তব্য পালন করলেন Tage Hailyang, সেখানেই জঙ্গিদের গুলিতে নির্মম ভাবে মৃত্যু হল তাঁর।
Tage Hailyang- এর মামা রুবু বোকার জানিয়েছেন, তাঁরা Tage- এর মৃত্যুর খবর পেয়েছেন, তবে তাঁর মা-বাবাকে জানানো যায়নি। এই ঘটনায় সকলেই খুব বড় শক পেয়েছেন। চরম নিন্দা জানিয়েছেন এ হেন ঘটনার। ১৫ এপ্রিলও কথা হয়েছিল Tage- এর সঙ্গে। অসমে বদলি নিয়ে খুব খুশি ছিলেন Tage । বাড়ির কাছাকাছি ডিব্রুগড়ে পোস্টিং পেয়ে খুব খুশি ছিলেন তিনি। কিন্তু সেই চাকরি আর করা হল না তাঁর। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন Tage, তিন বছর পড়াশোনা করেছেন অরুণাচলের জিরো- তে। সবসময় প্রথম হতেন Tage । দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হরিয়ানার একটি স্কুল থেকে। এরপর ভর্তি হন ডন বসকো কলেজে। ফাইনাল ইয়ারের পেয়ে যান চাকরি। ভারতীয় বায়ুসেনার গ্রাউন্ড স্টাফ হিসেবে যোগ দেন ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই।