নয়াদিল্লি: ফের পাকিস্তানের টার্গেট নিরীহ মানুষ (Kashmir News)। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, কুপওয়াড়ায় লোকালয় লক্ষ্য করে গোলাবর্ষণ পাকিস্তানের। গোটা এলাকার আলো বন্ধ করে দেওয়া হয়েছে।
গোলাবর্ষণ পাকিস্তানের: অপারেশন সিঁদুরের পর, কাল রাতে উত্তর-পশ্চিম ভারতের ১৫টি সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। তাতে ব্যর্থ হওয়ার পর ফের প্রত্য়াঘাতের চেষ্টা। পাকিস্তান জম্মুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একইসঙ্গে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যায়। আক্রমণ এখনও চলছে। মোবাইল ফোন পরিষেবা বন্ধ রয়েছে। একই পরিস্থিতি তৈরি হয় ৩০০ কিলোমিটার দূরে কুপওয়াড়াতেও। জানা গিয়েছে, লোকালয় লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাকিস্তান। তবে পাকিস্তানের ছক বানচাল করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের ২টি জেএফ ১৭ বিমান ও একটি এফ ১৬ বিমান ধ্বংস করল ভারত। পাকিস্তানের ৮টি মিসাইল ধ্বংস করল ভারতীয় সেনা। শ্রীনগর এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
একদিকে পাকিস্তানের পরপর হামলার চেষ্টা ব্য়র্থ করে দেওয়া, অন্য়দিকে, পাকিস্তানের একের পর এক শহরে জোরাল প্রত্য়াঘাত। মিসাইল, ড্রোন থেকে যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়ে বৃহস্পতিবার রাতে ফের পাকিস্তানকে নিজের ক্ষমতা বোঝাল ভারত। হামলা চালাতে আসা পাকিস্তানের দুটো JF-17 এবং একটা F-16 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ছোড়া একটাও মিসাইল এবং ড্রোন টার্গেটে পৌঁছনো দূরে থাক, মাঝ আকাশেই তাদের ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আর এরপরই পাকিস্তানের ওপর ফের জোরাল প্রত্য়াঘাত করল ভারত। একসঙ্গে পাকিস্তানের সাতটা শহরে অ্য়াকশনে নামল ভারতীয় সেনাবাহিনী। সরাসরি টার্গেট করা হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে। তার সঙ্গে করাচি, লাহৌর, বাহাওয়ালপুর, শিয়ালকোট, একের পর এক পাকিস্তানের বড় শহরকে নিশানা করল ভারতীয় সেনা।
প্রতিরক্ষামন্ত্রকের তরফে এদিন X হ্যান্ডেলের উল্লেখ করা হয়, "এদিন জম্মু, পাঠানকোট এবং উধমপুরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলিতে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। SOP অনুযায়ী, ক্ষমতা ব্যবহার করে দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারত তার সার্বভৌমত্ব রক্ষা এবং তার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।''