শ্রীনগর : গতকালই বিহারের মধুবনির সভা থেকে সন্ত্রাসবাদীদের জমি মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও সন্ত্রাসে সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। বৈসরণে নিরীহ ২৬ জনকে খুনের ঘটনায় অভিযুক্ত আদিল ঠোকরের বাড়ি মিশিয়ে দেওয়া হল মাটিতে। লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর আদিল গুরি নামেও পরিচিত। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আদিল। গত বছর জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে।
কে এই আদিল
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার তদন্তে নেমে প্রথমে পর্যটকদের সঙ্গে কথা বলে সন্দেহভাজনের স্কেচ আঁকায়। তারপর তা প্রকাশ করে জম্মু কাশ্মীর পুলিশ। যাঁদের ছবি প্রকাশ করা হয়, তাঁদের নাম আসিফ ফৌজি, সুলেমান শা এবং আবু তালহার । সূত্রের খবর, পর্যটকদের ওপর গুলি চালায় এই ৪ জঙ্গি।আরও ৩ জঙ্গি পরিস্থিতির ওপর নজর রাখে। জানা যায়, এদেরই অন্যতম নির্দেশক আদিল গুরু। এই পাক জঙ্গি কয়েক বছর আগে কাশ্মীরে অনুপ্রবেশ করে। ফের ২০১৮ সালে পাকিস্তানে চলে যায়। হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনের নাম ছিল আসিফ শেখ। এই আসিফের বাড়িই শুক্রবার বিস্ফোরণে গুঁডি়য়ে যায় নিরাপত্তারক্ষীদের সামনেই। আদিল ও আসিফের সঙ্গে দুই পাক জঙ্গিও ছিল। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। জানা যাচ্ছে, এখনও দুই জঙ্গি পহেলগাঁওয়ের জঙ্গলেই লুকিয়ে। ঘিরে ফেলা হয়েছে জঙ্গল। চলছে গুলির পর গুলি।
বৈসরন উপত্যকায় পর্যটকদের হত্যায় যে সব জঙ্গিরা জড়িত তাদের মধ্যে নাম উঠে আসে আসিফ শেখেরও। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার ত্রালে বিকট বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মোংঘামা এলাকায় জঙ্গি আসিফের বাড়ির আশপাশে প্রচুর বিস্ফোরক মজুত করা ছিল। সার্চ অপারেশনের সময় স্পেশাল ফোর্সের লোকজন আসিফ শেখের বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। ভেতরে নড়াচড়াও দেখেন। বিপদ আঁচ করে দ্রুত সরে যান তাঁরা। তারপরই নিমেষের মধ্যে বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি। বিকট শব্দ হয়। ছিটকে পড়ে ইট। মুহূর্তে বাড়িটা ধ্বংসাবশেষের চেহারা নেয়। কারা থাকতেন এই বাড়িতে, কী কী মজুত ছিল, পরিবারের লোক আসিফের এই কাজের কথা জানে? খোঁজ নিচ্ছে সেনাবাহিনী।
ভারতের আরও পদক্ষেপ