Fake Medicine: রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
ABP Ananda Last Updated: 14 May 2025 03:00 PM
প্রেক্ষাপট
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর। সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু ৩ লস্কর জঙ্গির।মৃত ৩ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা। ২ জন লস্কর, তৃতীয়জন TRF কমান্ডার। উদ্ধার একে...More
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর। সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু ৩ লস্কর জঙ্গির।মৃত ৩ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা। ২ জন লস্কর, তৃতীয়জন TRF কমান্ডার। উদ্ধার একে ৪৭, বুলেট প্রুফ জ্যাকেট। পহেলগাঁও হামলার পর এই জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দেয় সেনা।পহেলগাঁওকাণ্ডে জঙ্গিদের ধরতে সোপিয়ান, পুলওয়ামায় পোস্টার জম্মু-কাশ্মীর পুলিশের। তিন জঙ্গির ছবি দিয়ে পোস্টার, তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কারসন্ত্রাসবাদীরা বুঝে গেছে, ভারতের দিকে তাকালে ভয়ঙ্কর পরিণতি হবে। সার্জিক্য়াল, এয়ারস্ট্রাইকের পর অপারেশন সিঁদুর এখন নিউ নর্মাল। হুঙ্কার প্রধানমন্ত্রীর। জঙ্গি হামলা হলে নিজের শর্তে জবাব দেবে ভারত। বরদাস্তা নয় পরমাণু হুমকি। সন্ত্রাসবাদে মদতদাতা সরকার ও সন্ত্রাসবাদীদের আলাদা করে দেখবে না ভারত। কড়া বার্তা মোদির। মোদির একপাশে S-400 ও অন্যদিকে মিগ-29। পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত জওয়ানরা। পাক সেনার আদমপুর বায়ুসেনা ঘাঁটি ধ্বংসের দাবি মিথ্যা। এয়ারবেসে দাঁড়িয়েই প্রমাণ করলেন নরেন্দ্র মোদি।পাকিস্তানকে কড়া বার্তার পর ফের বৈঠকে প্রধানমন্ত্রী।পাঞ্জাব থেকে ফিরেই দিল্লিতে আলোচনা। বিদেশমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা।পাকিস্তানকে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী। সাউথ ব্লকে CDS, সেনাপ্রধান, নৌসেনা প্রধান ও বায়ুসেনার উপপ্রধানের সঙ্গে বৈঠক রাজনাথ সিংয়ের।কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়। ভারত-আমেরিকার মধ্যে সামরিক অভিযান নিয়ে আলোচনা হলেও বাণিজ্য সম্পর্কিত আলোচনা হয়নি। ট্রাম্পের দুই দাবিই খারিজ ভারতের বিদেশমন্ত্রকের।ফের পাকিস্তানের ওপর ওয়াটার স্ট্রাইক ভারতের। বন্ধ রামবানে বাগলিহার বাঁধের গেট। সন্দেহজনক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ। পাক হাই কমিশনের অফিসারকে পাকিস্তান ফেরার নির্দেশ ভারতের। পাল্টা ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মীকে ফেরার নির্দেশ পাকিস্তানের।ভারতের প্রত্যাঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে ফের মিথ্যা তথ্য পাকিস্তানের। ১১ জন পাক সেনা নিহত হওয়ার দাবি। অন্তত ৩৫-৪০ জনের মৃত্যু, আগেই জানান ভারতের DGMO। শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের এয়ার ডিফেন্সে ড্রোন ধ্বংস হলেও ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত সাম্বা সেক্টরের একাধিক বাড়ি।সুরক্ষার স্বার্থে আজ জম্মু-রাজৌরি, পুঞ্চ, সাম্বা সেক্টরে বন্ধ সরকারি-বেসরকারি স্কুল। ১৮ মে পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিল করল কাশ্মীর বিশ্ববিদ্যালয়।পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অবশেষে আলোর মালায় মুড়ল রাজস্থানের জয়সলমীরের সোনার কেল্লা।এখনও পাকিস্তানে বন্দি রিষড়ার বিএসএফ জওয়ান। চরম উদ্বেগে পরিবার। শুধু পাসপোর্ট নয়, ইউরোপে জাল ভিসাও তৈরি করেছিল পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত পাক নাগরিক। আজাদ ও তাঁর সঙ্গীর অ্যাকাউন্টে ৫০ কোটির লেনদেন। ইডি সূত্রে খবর। দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের অস্বাভাবিক মৃত্যু। নিউটাউনের সাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ। তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন প্রীতম দাশগুপ্ত।অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিসে মৃত্যু দিলীপের স্ত্রীর আগের পক্ষের ছেলের। উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। সন্দেহজনক কিছু মেলেনি, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের।দিলীপের স্ত্রী রিঙকুর ছেলের ফ্ল্যাটে রাতে ছিলেন তাঁর বান্ধবী ও সহকর্মী। ঠিক কী ঘটেছিল? উত্তর খুঁজছে পুলিশ। ডিপ্রেশনের চিকিৎসা চলছিল, জানালেন মা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Fake Medicine: রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ
রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ
রাজ্যের ৫১ টি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল
সেই ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ কন্ট্রোলের
সমস্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ
৫১টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ
সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধ রয়েছে
৫১ টি ওষুধের নমুনায় রয়েছে জীবনদায়ী ও এলার্জির ওষুধ