Fake Medicine: রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ

Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 14 May 2025 03:00 PM

প্রেক্ষাপট

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর। সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু ৩ লস্কর জঙ্গির।মৃত ৩ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা। ২ জন লস্কর, তৃতীয়জন TRF কমান্ডার। উদ্ধার একে...More

Fake Medicine: রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ

রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ
রাজ্যের ৫১ টি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল
সেই ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ কন্ট্রোলের
সমস্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ
৫১টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ
সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধ রয়েছে
৫১ টি ওষুধের নমুনায় রয়েছে জীবনদায়ী ও এলার্জির ওষুধ