Kashmir Terrorist Attack: ঝাঁকে ঝাঁকে উড়ে আসা গুলি থেকে পুণ্যার্থীদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা ছিল চালকের, তার পর...

Bus Driver Tried To Save Pilgrims:চালকের আসনে থাকা দাসানু রাজবাগও সেই গুলিতে বিদ্ধ হয়েছিলেন। কিন্তু মৃত্যুর আগে পর্যন্তও পুণ্যার্থীদের প্রাণ বাঁচানোর চেষ্টা ছাড়েননি।

Continues below advertisement

নয়াদিল্লি: শেষরক্ষা হয়তো হয়নি, তা বলে এমন বাসচালকের সাহসিকতাকে কুর্নিশ না জানিয়ে পারা যায়? জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় জঙ্গিদের গুলি (Kashmir Terrorist Attack Update) তখন বর্শার ফলার মতো এলোপাথারি আছড়ে পড়ছিল পুণ্যার্থী-বোঝাই বাসের দিকে। চালকের আসনে থাকা দাসানু রাজবাগও সেই গুলিতে বিদ্ধ হয়েছিলেন। কিন্তু মৃত্যুর আগে পর্যন্তও পুণ্যার্থীদের প্রাণ বাঁচানোর চেষ্টা ছাড়েননি। বাসের স্টিয়ারিং এমন ভাবে ঘোরান, যাতে গুলিবৃষ্টি থেকে যাত্রীদের বাঁচাতে পারেন। শেষমেশ তাঁরও প্রাণ গিয়েছে ওই গুলিতে। তবে শেষ মুহূর্তে যে ভাবে যাত্রীদের তিনি বাঁচাতে চেয়েছিলেন, সে কথা নিয়ে আলোচনা শুরু হয়েছে এর মধ্যে। 

Continues below advertisement

বিশদ...
গত কাল, রবিবার, রাজধানীতে যখন তৃতীয় মোদি-মন্ত্রিসভার শপথগ্রহণ চলছে, তখন, জন্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পনি এলাকায় জঙ্গি হামলার মুখে প্রাণ হারান ১০ জন পুণ্যার্থী। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। গুলিবৃষ্টি থেকে বাঁচতে টাল সামলাতে পারেনি বাস, সটান খাদে গিয়ে সেটি। জখম হন ৩৩ জন। পরিস্থিতি সরেজমিন বুঝতে জরুরি ভিত্তিতে সেখানে পৌঁছে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এলাকায় নিরাপত্তার কড়াকড়ি এখন অনেকটাই বাড়ানো হয়েছে। ড্রোন ব্যবহার করে জঙ্গিদের খোঁজ চলছে। এই মুহূর্তে তল্লাশি অভিযান জারি রয়েছে ওই এলাকায়। 
গত কাল, হামলার পরও দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়েছিল। জখমদের জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। স্থানীয় প্রশাসন থেকে নিরাপত্তাবাহিনী, সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রিয়াসির এসএসপি মোহিত শর্মা বলেন, 'শিব খোরি থেকে কাটরা যাওয়ার পথে পুণ্যার্থীদের ওই বাসটির উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা...শিব খোরির ধর্মস্থানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরিয়া ডমিনেশন চলছে।'

প্রেক্ষাপট...
রাজধানীতে যখন তৃতীয় মোদি-মন্ত্রিসভার শপথগ্রহণ চলছে, তখন ভূস্বর্গের একাংশে এমন ঘটনার কথা জেনে কেঁপে উঠেছে গোটা দেশ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। জম্মু  ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকেও পরিস্থিতির দিকে নজর রাখতে বলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের আশ্বাস, এই হামলার নেপথ্যে যারা ছিল, তারা কোনও মতে পার পাবে না। কংগ্রেস নেতা রাহুল গাঁধী নিহতদের পরিবারের জন্য সমবেদনা জানান। দলমত নির্বিশেষে বহু রাজনীতিবিদই এই ঘটনার নিন্দা করেছেন। 

আরও পড়ুন:সোমের সকালেই বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও তুমুল ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Continues below advertisement
Sponsored Links by Taboola