Kashmir News: ফের অশান্ত ভূ-স্বর্গ। উরি, কুলগামের পর এবার উত্তপ্ত উধমপুর জেলা। শোনা যাচ্ছে, উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের। উধমপুর জেলার ডুডু-বসন্তগড় (Dudu-Basantgarh) এলাকায় গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া গিয়েছে। যে এলাকায় গুলি লড়াই চলছে তা ভারতীয় সেনাবাহিনীর ৯ কর্পস- এ আওতায় পড়ে। এছাড়াও এই অঞ্চলে এমন একটি সীমানা রয়েছে যেখানে অপারেশন চালায় ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পসও। উধমপুর জেলার ডুডু-বসন্তগড় এলাকা ঘন জঙ্গলে ঘেরা। এখানকার ভূখণ্ডও অত্যন্ত রুক্ষ, পাথুরে, যেখানে সহজে চলাচল করা যায় না। 

সেনা সূত্রে খবর, নিরাপত্তারক্ষীদের কাছে আগাম খবর ছিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সেই খবরের ভিত্তিতেই এই এলাকায় অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অন্তত ২ জন জঙ্গি উধমপুরের এই অঞ্চলে লুকিয়ে রয়েছে। আর সেই খবর পেতেই নিরাপত্তারক্ষীরা অভিযান শুরু করেছে। তবে ঘন জঙ্গল এবং দুর্গম ভূখণ্ডের কারণে তারা খুবই সতর্ক রয়েছে। জঙ্গলের ভিতর থেকে অতর্কিতে হামলা করতে পারে জঙ্গিরা। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত নিরাপত্তাবাহিনী। গভীর ঘন জঙ্গলের মধ্যে অনেক উচ্চতাতেই চলছে অভিযান। এই অঞ্চলে প্রচুর গুহা রয়েছে যেখানে লুকিয়ে পড়া খুবই সহজ। তাই সেই দিকেও নজর রাখছে নিরাপত্তারক্ষীরা। 

উরির পর উধমপুর, ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। উধমপুরের বসন্তগড়ে সেনা-জঙ্গি গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে তল্লাশি নিরাপত্তা বাহিনীর। সকাল থেকে সেখানে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। সূত্রের খবর, উধমপুরের ডুডু বসন্তগড়ে জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে হানা দেয় নিরাপত্তা বাহিনী। বসন্তগড়়ের দুটি পাহাড়ে এই মুহূর্তে গুলির লড়াই চলছে। পহেলগাঁও হামলার পরে জম্মু কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ড্রোন উড়িয়েও চলছে নজরদারি। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ২৪ ঘণ্টার মধ্যে বারামুলার উরি সেক্টরে ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। ভারতীয় সেনার চিনার কর্পস ব্যাটেলিয়নের এক্স হ্যান্ডলে পোস্ট, ২টি AK সিরিজের রাইফেল, একটি 9mm পিস্তল, ৫টি ম্যাগাজিন, ১০ কেজি IED এবং যুদ্ধে ব্যবহারের সামগ্রী উদ্ধার হয়েছে। সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে উরি নালার কাছে লঞ্চপ্যাডে জঙ্গিদের গতিবিধি টের পাওয়া যায়। বাধা দিলে প্রায় ২ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। ভারতীয় সেনার গুলিতে ২ জঙ্গি নিহত হয়। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।