কলকাতা: এখনও যেন বিশ্বাস করতে পারছেন না। মনে হচ্ছে স্বপ্ন। কোন বনেগা ক্রোড়পতি-র ৮টি সিজন পেরিয়ে অবশেষে তিনি বিজয়ীর আসনে। কেবিসি ১২-এ এক কোটি টাকা জিতেছেন নাজিয়া নাসিম। এই সিজনের প্রথম কোটিপতি হওয়ার মুকুট তাঁর। জয়ের সব কৃতিত্বই তিনি মাকে দিয়েছেন।
১০ বছরের পরিশ্রম। কেবিসি ১২-এ নাজিয়ার সাফল্যের নেপথ্যে হয়তো এটাই চাবিকাঠি। ৮টি সিজন পেরিয়েছেন। কিন্তু সাফল্য তাঁর কাছে ধরা দেয়নি।কিন্তু কেবিসি ১২ সিজনের হট সিটে তিনি বিজয়ী। জিতে নিয়েছেন এক কোটি টাকা। তাঁর একাগ্রতা, বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্নমতিত্ব এই সবকিছু তাঁকে শুধু হট সিটে পৌঁছে দেয়নি, বিজয়ীর তকমাও দিয়েছে। তাঁর কথায়, আমি ভাবতেই পারিনি আমি এত দূর যাব। এবার যেন একটা আধ্যাত্মিক শক্তি আমার সঙ্গে ছিল। প্রথম থেকেই আমার যাত্রাপথ মসৃণ ছিল। এবং যখন একটা নির্দিষ্ট ধাপ পেরিয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন সফল হতে চলেছে।
১০ বছরের পরিশ্রম সফল হয়েছে। এখানে পৌঁছনোর গোটা কৃতিত্ব মাকে দিয়েছেন নাজিয়া। তিনি বলেছেন, আমি যখন বড় হয়ে উঠছি, তখন আমার মা আমায় শেখাতেন কীভাবে সাইকেল চালাতে হয়। এবং সেটা করতে গিয়ে নানা বাধার মুখে প়ড়তে হয়েছে। আমার মাকে শুনতে হয়েছে তুমি মেয়েকে, ছেলে করে ফেলছো।একজন শিশুর উপর এ ধরনের পরিস্থিতির কী প্রভাব পড়ে একবার ভাবুন। প্রায় প্রত্যেকটি ধাপে আমার মা সমাজের সঙ্গে লড়েছেন।
ছোটবেলা থেকে কেবিসির ভক্ত নাজিয়া। তিনি জানিয়েছেন ছোট শহরে, মধ্যবিত্তের কাছে এটা ছিল আকাঙ্খিত একটা শো। শুধু টাকাটা বিষয় নয়। এই শো-টা তার চেয়ে অনেক বেশি বলেই মনে করেন তিনি। গত ৮-১০টা সিজন ধরে তিনি শুধু চেষ্টা করেছেন। আর তাঁর মা তাঁকে উৎসাহ দিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন নাজিয়া।
৮ সিজন পর অবশেষে নাজিয়া নাসিমকে কোটিপতি করল কেবিসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2020 09:34 AM (IST)
১০ বছরের পরিশ্রম সফল হয়েছে। এখানে পৌঁছনোর গোটা কৃতিত্ব মাকে দিয়েছেন নাজিয়া।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -