সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। আপাতত সিডনিতে নিভৃতবাসে কাটাচ্ছেন বিরাট কোহলিরা। তারই মধ্যে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় প্র্যাক্টিস শুরু করে দিয়েছেন ক্রিকেটারেরা।
এরই মধ্যে শনিবার সিডনিতে কোহলিদের হোটেলের কাছে ঘটে গেল বিমান দুর্ঘটনা। যে হোটেলে রয়েছেন কোহলিরা, তার থেকে ৩০ কিলোমিটার দূরে একটি খেলার মাঠে ভেঙে পড়ল বিমান। দুজনমাত্র যাত্রী ছিলেন বিমানটিতে। তাঁরা অবশ্য অক্ষত আছেন।
জানা গিয়েছে, মাঝ আকাশে স্বল্প ওজনের বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপরই ক্রোমার পার্কে আছড়ে পড়ে সেটি। ক্রোমার পার্কে ক্রিকেট ও ফুটবল ম্যাচ হয়। ক্রোমার ক্রিকেট ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ রলিন্স বলেছেন, ‘শেডের মধ্যে যারা দাঁড়িয়েছিল, তাদের সতর্ক করার জন্য চিৎকার করি।’ তারপরই সওয়ারিদের উদ্ধার করতে দৌড়ে যান তাঁরা।
সিডনিতে কোহলিদের হোটেলের কাছেই ভেঙে পড়ল বিমান, প্রাণরক্ষা সওয়ারিদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2020 10:42 PM (IST)
মাঝ আকাশে স্বল্প ওজনের বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপরই ক্রোমার পার্কে আছড়ে পড়ে সেটি। ক্রোমার পার্কে ক্রিকেট ও ফুটবল ম্যাচ হয়।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -