কেদারনাথ : তুষারপাতের মধ্যেই কপাট খুলল কেদারনাথের (Kedarnath Opens Door)। ডোলিতে চড়ে গতকালই কেদারনাথ পৌঁছে গেছেন মন্দিরে। ৩৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। প্রথম দিনই পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার।


শনিবারই চারধাম যাত্রার জন্য পুণ্যার্থীদের প্রথম দলটি হরিদ্বার থেকে রওনা দিয়েছে। তবে বাদ সাধছে আবহাওয়া। আগামী ৭ দিন প্রবল তুষারপাতের সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন (Uttarakhand Government)। ফলে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন আপাতত বন্ধ। যদিও প্রবল আবহাওয়ার প্রতিকূলতা পেরিয়ে হর্ষ-উৎসাহের রেশে আবেগ ও হর্ষে ভাসছেন পুণ্যার্থীরা।


প্রসঙ্গত, টানা তুষারপাতের জেরে এদিন থেকেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হল। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ জানিয়ে গারওয়ালের প্রশাসনিক আধিকারিক নরেন্দ্র সিং কাবিরিয়াল জানান, ঋষিকেশ এবং হরিদ্বারের খারাপ আবহাওয়া এবং অতরিক্ত তুষারপাতের জেরেই ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত করা হবে। তবে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন আপাতত বন্ধ হলেও বাকি তিনধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথের রেজিস্ট্রেশন যাত্রা চলছে। এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন বলেই জানানো হয়েছে। এএনআই সূত্রে খবর, পুষ্কর সিংহ ধামি বলেছেন, 'চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।'


চারধাম যাত্রার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, 




    • পার্বত্য এলাকায় আবহাওয়ার সঙ্গে শরীরের খাপ খাওয়ানোর জন্য অন্তত ৭ দিন থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুণ্যার্থীদের।

    • ছাতা, রেনকোট, গরম জামাকাপড়, খাবারের ব্যবস্থা রাখতে হবে।

    • পাঁচ-দশ মিনিটের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন এবং প্রতিদিন প্রায় আধা ঘণ্টা হাঁটুন।

    • চার ধাম যাত্রার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন।

    • কোনও কারণে স্বাস্থ্যের অবনতি হলে ১০৪ হেল্পলাইন নম্বরে ফোন করুন।

    • চার ধাম যাত্রা চলাকালীন করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।



 






 


আরও পড়ুন- অনলাইনে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন ? সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন এভাবে