Kerala Blast: কেরল বিস্ফোরণে মৃত বেড়ে ২, আহত ৪৫

Kalamassery Blast: প্রত্যক্ষদর্শীদের দাবি, একঘণ্টার মধ্য়ে ৩-৪টি বিস্ফোরণ হয়।

ABP Ananda Last Updated: 29 Oct 2023 08:56 PM
Kerala Blast Live Updates: কেরল বিস্ফোরণে মৃত বেড়ে ২, আহত ৪৫

কেরল বিস্ফোরণে মৃত বেড়ে ২। আহতের সংখ্যা ৪৫। হামলার দায় নিয়ে আত্মসমর্পণ এক ব্যক্তির।

Kerala Blast News Live Updates: কেরল বিস্ফোরণে ICU-তে ১৮, আশঙ্কাজনক ৬

তদন্ত সবে শুরু হয়েছে। কেরলে পর পর বিস্ফোরণে আইসিইউ-তে ভর্তি ১৮। অবস্থা আশঙ্কাজনক ৬ জনের। কাল সর্বদল বৈঠক পিনারাই বিজয়নের।


 

Kerala News: জেহোবাদের ধর্মীয় সমাবেশে বিস্ফোরণ, আত্মসমর্পণ একজনের

কেরল বিস্ফোরণকাণ্ডে আত্মসমর্পণ এক ব্যক্তির। নিজেকে জেহোবা অনুগামী বলে দাবি। দাবি খতিয়ে দেখছে পুলিশ।


 

Kerala Blast News Live Updates: কেরলে ধারাবাহিক বিস্ফোরণে আহত ৩৬ জন, নিহত এক মহিলা

কেরলে ধারাবাহিক বিস্ফোরণে আহত ৩৬ জন। নিহত এক মহিলা। কিন্তু বিস্ফোরণে নয়, আগুনে পুড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি মন্ত্রীর।


 

Kerala Blast: ধর্মীয় সমাবেশে বিস্ফোরণের ঘটনায় স্তম্ভিত, বলেলন রাজ্যপাল

ধর্মীয় সমাবেশে বিস্ফোরণের ঘটনায় স্তম্ভিত। এক জন মারা গিয়েছেন, আহত ২০ জন। মৃতের পরিবারকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি: রাজ্যপাল আরিফ মহম্মদ খান।


 

Kerala Blast News Live Updates: দিল্লি থেকে কেরল রওনা ন্যাশনাল সিকিওরিটি গার্ডের বম্ব স্কোয়াড

দিল্লি থেকে কেরল রওনা ন্যাশনাল সিকিওরিটি গার্ডের বম্ব স্কোয়াড। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার নমুনা পরীক্ষা করে দেখা হবে। 


 

Kerala Blast Live Updates: টিফিন বক্সের মধ্যে লুকনো ছিল বিস্ফোরক, প্রাথমিক তদন্তে উঠে এল তথ্য

টিফিন বক্সের মধ্যে রাখা হয়েছিল বিস্ফোরক, প্রাথমিক তদন্তে উঠে এল তথ্য। কেরলে পর পর বিস্ফোরণ। আহত বহু মানুষ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার।


 

Kerala Blast News Live Updates: বিস্ফোরণস্থল থেকে উদ্ধার IED ডিভাইস, জানালেন কেরলের DGP

কেরলের ডিজিপি শেখ দর্বেশ সাহেব জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। একটি IED Device উদ্ধার হচ্ছে। সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে।


 

Kerala Blast Live Updates: বিস্ফোরণে মৃত্যু হয়নি মহিলার, আগুনে দগ্ধ হয়েছেন, বললেন মন্ত্রী

বিস্ফোরণে মৃত্যু হয়নি মহিলার। আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছেন, জানালেন কেরলের মন্ত্রী ভিএন বাসবন।  তিনি জানিয়েছেন, পর পর দু'টি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। 

প্রেক্ষাপট

ধর্মীয় সভা চলাকালীন তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের কোচি (Kerala Blast )। তাতে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৫ জন। এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে যাচ্ছে NIA ও NSG। (Kerala Kalamassery Blast )


প্রত্যক্ষদর্শীদের দাবি, একঘণ্টার মধ্য়ে ৩-৪টি বিস্ফোরণ হয়। সূত্রের খবর, উদ্ধার হয়েছে IED (Kerala Kalamassery Blast)। এদিন কোচির কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা চলছিল। প্রায় আড়াই হাজার মানুষ উপস্থিত ছিলেন। সকাল ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণ হয়। একের পর এক বিস্ফোরণে কনভেনশন সেন্টারে আগুন লেগে যায়। এলাকা ঘিরে ফেলে বম্ব ডিসপোজাল স্কোয়াড।নাশকতার কারণেই ধারাবাহিক বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। কেরলের


মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.