Kerala Blast: কেরল বিস্ফোরণে মৃত বেড়ে ২, আহত ৪৫

Kalamassery Blast: প্রত্যক্ষদর্শীদের দাবি, একঘণ্টার মধ্য়ে ৩-৪টি বিস্ফোরণ হয়।

ABP Ananda Last Updated: 29 Oct 2023 08:56 PM

প্রেক্ষাপট

ধর্মীয় সভা চলাকালীন তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের কোচি (Kerala Blast )। তাতে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৫ জন। এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে যাচ্ছে NIA ও...More

Kerala Blast Live Updates: কেরল বিস্ফোরণে মৃত বেড়ে ২, আহত ৪৫

কেরল বিস্ফোরণে মৃত বেড়ে ২। আহতের সংখ্যা ৪৫। হামলার দায় নিয়ে আত্মসমর্পণ এক ব্যক্তির।