নয়াদিল্লি: বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল কেরল সরকার। ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ৮ দিন লকডাউন জারি থাকবে। 


উল্লেখ্য, গতকাল দৈনিক সংক্রমণ ৪১ হাজার পার করে ফেলে। আর এরপরই সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। ট্যুইট করে আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। শনিবার সকাল ৬টা থেকে জারি হবে সম্পূর্ণ লকডাউন।


সারা দেশের পাশাপাশি কেরলেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় মাত্রাতিরিক্ত হারে বেড়েছে সংক্রমণ। গতকাল, বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হন ৪১ হাজার ৯৫৩ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই পরিস্থিতিকে ভয়াবহ বলে ব্যাখ্যা করেছেন। করোনা মোকাবিলায় প্রশাসনিক আধিকারিকদের কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।


এই নিয়ে পরপর দুবার কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন পিনরাই বিজয়ন। আর দায়িত্ব নিয়ে ইতিমধ্যে করোনা পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন তিনি। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ওয়ার্ড স্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন অঞ্চলে মেডিক্যাল পড়ুয়াদের সংগঠিত করে কুইক রেসপন্স টিম গঠন করার কথা বলা  হয়েছে।


লকডাউনের পাশাপাশি কড়াভাবে মানতে হবে করোনা বিধি। রাজ্য সরকার আগেই জানিয়েছিল-


 


১. ব্যাঙ্কের কাজ সহ চালু থাকবে সব রকমের জরুরি পরিষেবা।


 


২. রাজ্যে কোভিডবিধি মেনে চলবে টিকাকরণ।


 


৩. জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন কেন্দ্রীয় এবং রাজ্য দফতর খোলা রাখা যাবে।


 


৪. দোকানে এবং বাজারে স্বাস্থ্যবিধি মানতে হবে।


 


৫. হোটেল, রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি পরিষেবা চালু রাখা যাবে।


 


৬. বিমান বা রেলে পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনও বাধা নেই।