তিরুঅনন্তপুরম: লকডাউনে অটোরিকশা বার করায় আটকে দিয়েছে পুলিশ। নিরুপায় ছেলে কোলে তুলে নিলেন অসুস্থ বাবাকে। এক ঘণ্টা হেঁটে পৌঁছলেন হাসপাতাল। কেরলের পুলানুরে এই ঘটনা ঘটেছে।


দেশে করোনা সংক্রমণ না কমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছেন। ফলে পুলিশ দেখছে, কোনওমতেই যেন কড়াকড়ি অগ্রাহ্য করে মানুষ রাস্তায় না বার হয়।  কেরল সরকার কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে রাজ্যের ভেতরে যাতায়াত মঞ্জুর করেছে, অসুস্থতা, গর্ভাবস্থা, আত্মীয়ের মৃত্যু অথবা আসন্ন মৃত্য়ুর ক্ষেত্রে কেউ রাস্তায় বার হতে পারেন। কিন্তু পুলানুরের ওই ব্যক্তি অসুস্থ বাবাকে নিয়ে অটোরিকশায় বার হলে পুলিশ তাঁর রিকশা আটকে দেয়। ফলে ৬৫ বছরের বাবাকে কোলে নিয়ে এক কিলোমিটার হেঁটে হাসপাতালে যান তিনি।

দেখুন ভিডিও

কেরলে করোনা সংক্রান্তের সংখ্যা ৪০০ ছুঁই ছুঁই, মারা গিয়েছেন এখনও পর্যন্ত ৩ জন। সেরে উঠেছেন ২১১ জন।